NHRC in WB: ভোট পরবর্তী হিংসা খতিয়ে দেখতে হাড়োয়ায় জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল
ভোট পরবর্তী হিংসা দেখতে রাজ্যে এলেন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা। হাইকোর্টের নির্দেশে রাজ্যে এসেছেন তাঁরা। হিংসা পরিস্থিতি দেখতে হাড়োয়ায় পৌঁছলেন কমিশনের সদস্যরা। মোট ২২ জন আসার কথা রয়েছে। ৮ জন যাবে উত্তরবঙ্গে বলে সূত্রের খবর। পরিস্থিতি খতিয়ে দেখতে রিপোর্ট জমা দেবে মানবাধিকার কমিশন।
অন্যদিকে, আলাদা রাজ্যের দাবিতে ফের সরব জন বার্লা (John Barla)। গতকাল মন্তব্য করার পর আজ তিনি দেখা করলেন রাজ্যপালের (Jagdeep Dhankhar) সঙ্গে। রাজ্যপালের সঙ্গে দেখা করার সম্ভাবনার কথা জানিয়েছিলেন আলিপুরদুয়ারের এই বিজেপি সাংসদ । আজ দার্জিলিংয়ের রাজভবনে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন কুমারগ্রাম পঞ্চায়েত নেতৃত্বের ১০ জন সদস্য। এরা তৃণমূলের দ্বারা আক্রান্ত হয়ছিলেন বলে অভিযোগ রয়েছে বিজেপির। প্রায় ১ ঘন্টা বৈঠক করেন তাঁরা। বেরিয়ে এসে জন বার্লা জানান, এই বৈঠকে উত্তরবঙ্গ পৃথক রাজ্যের কথা নিয়ে কোনও আলোচনা হয়নি। এই বিষয়ে তিনি দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের কাছেই কথা বলবেন বলেও জানিয়েছেন। প্রসঙ্গত, কিছুদিন ধরে উত্তরবঙ্গ পৃথক রাজ্যের দাবি জানাচ্ছিলেন তিনি। তাঁর এই বিস্ফোরক দাবি নিয়ে চলছে রাজনৈতিক তরজা। গতকাল দলের (BJP) তরফে কড়া বার্তার পরেও বঙ্গভঙ্গ-মন্তব্য নিয়ে বিতর্ক জিইয়ে রাখেন জন বার্লা (John Barla)। বাংলা-ভাগের দাবিতে তাঁর মন্তব্য নিয়ে যুক্তি দিয়েছেন আলিপুরদুয়ারের (Alipurduar) বিজেপি সাংসদ।
![WB News: 'আপনারা ভোট নিয়ে চিন্তিত, ভোটারদের নিয়ে নয়', রাজ্যকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/499dbf5d328e53d92a1c6d955616d83c1739898543787535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)