Omicron: দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ছাড়াল ১০০, রাজ্যে একদিনে করোনা সংক্রমিত প্রায় ৬০০ | Bangla News
বিজেপির (BJP) আবেদন খারিজ। কেন্দ্রীয় বাহিনী (Central Forces) ছাড়াই কলকাতা পুরভোট। সিঙ্গল বেঞ্চের রায় বহাল রেখে জানাল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এবার সুপ্রিম কোর্টে (Supreme Court) বিজেপি।
১৬টি বরোর ১ হাজার ১৩৯টি বুথ উত্তেজনাপ্রবণ। স্পর্শকাতর ৭৮৬। কলকাতা পুরভোটে (Kolkata Municipal Election) উত্তেজনাপ্রবণ বুথের তালিকপ্রকাশ কমিশনের। রুটমার্চ কলকাতা পুলিশের।
ভোটের দিন বিজেপি প্রার্থীরা আক্রান্ত হলে কলকাতা অচল করার হুঁশিয়ারি। হলদিয়ায় রাস্তায় নেমে প্রতিরোধের ডাক শুভেন্দুর। শুধু গরম গরম কথা, জনভিত্তিও নেই, পাল্টা পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)।
পেগাসাসকাণ্ডে (Pegasus Probe) রাজ্যের গঠিত তদন্ত কমিশনের কাজের উপর স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। কাজ না করার মৌখিক আশ্বাসের পরেও কীভাবে কাজ শুরু? প্রশ্ন তুলে নোটিস জারি।
পেগাসাসকাণ্ড নিয়ে তথ্য চেয়েও মেলেনি। ১৮ ডিসেম্বরের মধ্যে তথ্য পাঠাক রাজ্য, ট্যুইট রাজ্যপালের। তদন্তে সুপ্রিম কোর্টের গাইডলাইন মানবে রাজ্য, বললেন দোলা সেন (Dola Sen)।
ধর্ষণ যখন অবশ্যম্ভাবী, তখন তা উপভোগ করতে হয়, কর্ণাটকের কংগ্রেস বিধায়কের মন্তব্যে বিতর্ক। বহিষ্কার করুক কংগ্রেস, দামি স্মৃতি ইরানির। নিন্দা প্রিয়ঙ্কা গাঁধীর। ক্ষমা চাইলেন কে আর রমেশ কুমার।
দেশে ওমিক্রন (Omicron) আক্রান্তের সংখ্যা ১০০ ছাড়াল। ১১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে মিলেছে ওমিক্রন-সংক্রমিতের হদিশ। ডেল্টার থেকে দ্রুত গতিতে ছড়াচ্ছে নতুন ভ্যারিয়েন্ট, জানাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।