Modi On Operation Sindoor: 'ঘরে ঢুকে মেরেছিলাম, এবার ছাতিতে মেরেছি', হুঙ্কার মোদির
ABP Ananda Live: ঘরে ঢুকে মেরেছিলাম, এবার ছাতিতে মেরেছি, মোদির শিরায় গরম সিঁদুর: মোদি । সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানের ওপর কেন ভরসা ? আপনার রক্ত শুধু কেন ক্যামেরার সামনে ফোটে ? ট্রাম্পের সামনে নত হয়ে কেন ভারতের স্বার্থ বলি ? প্রধানমন্ত্রীকে প্রশ্ন রাহুল গাঁধীর।
তামিলনাড়ুর সরকারি প্রতিষ্ঠানে তল্লাশির ঘটনায় সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে পড়ল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট
তামিলনাড়ুর সরকারি প্রতিষ্ঠানে তল্লাশির ঘটনায় সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে পড়ল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ 'সব সীমা ছাড়িয়ে যাচ্ছে ইডি'। সম্প্রতি তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশন (তাসম্যাক) নামক রাজ্য সরকার অধীনস্থ সংস্থার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। মাদ্রাজ হাইকোর্ট ওই মামলার তদন্তভার দিয়েছে ইডিকে। তদন্তভার পেয়েই ইডি তাসম্যাকের দপ্তরে হানা দিয়েছে। এবং গোটা সংস্থার বিরুদ্ধেই মামলা দায়ের করছে। গেটা সংস্থার বিরুদ্ধে কীভাবে কীভাবে ফৌজদারি মামলা দায়ের হতে পারে, তা নিয়েও প্রশ্ন তুলেছে সর্বোচ্চ আদালত। ওই দুর্নীতির অভিযোগে ইডির তদন্তেও স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত।

















