Plane Crash News: দুর্ঘটনার নেপথ্যে দূষিত জ্বালানি ? ব্ল্যাকবক্সেই কালো অধ্যায়ের রহস্যভেদ ?
ABP Ananda LIVE : দুর্ঘটনার নেপথ্যে দূষিত জ্বালানি ? মাটি ছাড়তেই কীভাবে বিকল ইঞ্জিন ? ব্ল্যাকবক্সেই কালো অধ্যায়ের রহস্যভেদ ?
আধিকারিককে বেধড়ক মার, বন্ধ হয়ে গেল অকল্যান্ড জুট মিল ! কর্মহীন বহু শ্রমিক
আধিকারিককে বেধড়ক মার, বন্ধ হয়ে গেল অকল্যান্ড জুট মিল। আক্রান্ত অকল্যান্ড জুট মিলের প্রোডাকশান ম্যানেজার । 'হামলায় অভিযুক্তরা সবাই তৃণমূলের শ্রমিক সংগঠনের সঙ্গে যুক্ত'।জগদ্দলের অকল্যান্ড জুট মিলে হামলায় অভিযোগ বিজেপির । মিলের মধ্যেই শ্রমিকদের মার, হাসপাতালে ভর্তি মিল আধিকারিক । মিল আধিকারিককে মার, বন্ধ করা দেওয়া হল অকল্যান্ড জুট মিল । অশান্তির জেরে বন্ধ জুট মিল, কর্মহীন প্রায় ৪ হাজার শ্রমিক। তোলাবাজিতে সবাই অতিষ্ঠ, অভিযোগ বিজেপি নেতা অর্জুন সিংহের।
২১ জুলাইয়ের আগে রাজ্য সভাপতি সুব্রত বক্সীর ডাকে তৃণমূলের মেগা বৈঠক
২১ জুলাইয়ের আগে তৃণমূলের মেগা বৈঠক। রাজ্য সভাপতি সুব্রত বক্সীর ডাকে ভবানীপুরে বৈঠক দলের । জেলা সভাপতি ছাড়াও বৈঠকে ডাকা হল জেলা চেয়ারম্যানদেরও । উত্তর কলকাতা এবং বীরভূমে জেলা সভাপতি না থাকায় বৈঠকে কোর কমিটির সদস্যরা। বৈঠকে উপস্থিত অনুব্রত ও কাজল শেখ। গতকালই বীরভূম থেকে কলকাতায় এসেছেন অনুব্রত মণ্ডল। বোলপুর থানার IC-কে হুমকি-বিতর্কের পর প্রথমবার কলকাতায় এলেন অনুব্রত মণ্ডল।



















