PM Modi: কসবা থেকে আর জি কর, নারী নিরাপত্তা নিয়ে তৃণমূলকে বিঁধলেন মোদি
ABP Ananda LIVE: সাউথ ক্যালকাটা ল'কলেজে আইনের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগের প্রসঙ্গ তুলে শুক্রবার দুর্গাপুরের সভা থেকে নারী নিরাপত্তা নিয়ে তৃণমূলকে বিঁধলেন নরেন্দ্র মোদি। টেনে আনলেন আর জি কর মেডিক্য়াল কলেজে কর্মরত চিকিৎসককে ধর্ষণ-খুনের প্রসঙ্গও। তিনি বলেন, পশ্চিমবঙ্গের হাসপাতালও সুরক্ষিত নয় মহিলাদের জন্য। আপনারা সবাই দেখেছেন, যখন এখানে মহিলা চিকিৎসকের সঙ্গে অত্যাচার হয়েছে, তখন তৃণমূল সরকার কীভাবে অপরাধীদের রক্ষা করেছে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আরেক কলেজে আরেক মেয়ের সঙ্গে ভয়ঙ্কর অত্যাচারের ঘটনা ঘটেছে। সেখানেও অভিযুক্তের সঙ্গে তৃণমূলের যোগ মিলেছে। কৌশলে নির্মমতা শব্দ ব্য়বহার করেও খোঁচা দিয়েছেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী বলেন, অভিযুক্তের বদলে, তৃণমূলের বড় নেতা-মন্ত্রীরা অভিযোগকারিণীকেই দোষী বলে দাগিয়ে দিয়েছে। এরকম বহু উদাহরণ আছে যা তৃণমূলের নির্মমতার সাক্ষী। আমাদের একসঙ্গে বাংলাকে এই নির্মমতা থেকে মুক্ত করতে হবে। পাল্টা বিজেপি শাসিত রাজ্য়ের নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে তৃণমূল।


















