Kashmir Incident: 'এই হামলা শুধু পর্যটকদের ওপর নয়, এটা ভারতের আত্মার ওপর হামলা', কড়া বার্তা মোদির
ABP Ananda Live: 'হামলা কেবল নিরীহ পর্যটকদের উপরেই করা হয়নি। দেশের শত্রুরা ভারতের আত্মার উপর হামলা করার দুঃসাহস দেখিয়েছে। ১৪০ কোটি ভারতীয়র ইচ্ছাশক্তি সন্ত্রাসবাদীদের কোমর ভাঙবে। জঙ্গিদের ঠিক এই ভাষাতেই প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছেন নরেন্দ্র মোদি। এদিকে, অধীর চৌধুরী বলছেন, সারা ভারতবর্ষের মানুষ চাইছে, বদলা। সেই বদলা কোথায়? সেটা দেখাতে হবে ভারত সরকারকে। হাতে, ভাতে দুভাবেই মারা হবে, হুঙ্কার দিয়েছেন সুকান্ত মজুমদার। তিনি বলেন, অপেক্ষা করুন, থাপ্পড়টা পড়বে এবং বড়সড় পড়বে। ভাতেও মারা হবে, শারীরিক ভাবেও মারা হবে, চিন্তার কিছু নেই।
পহেলগাঁওয়ে নিরীহ হিন্দু পর্যটকদের হত্য়ালীলার পর এবার, পাকিস্তানের নাম না করে প্রত্য়াঘাতের হুঙ্কার দিলেন প্রধানমন্ত্রী। বললেন, 'যে সমস্ত সন্ত্রাসবাদী এই হামলা ঘটিয়েছে এবং যারা এই হামলার ষড়যন্ত্র করেছে, তারা এমন শাস্তি পাবে, যা তাদের কল্পনারও অতীত। গোটা বিশ্বকে বলতে চাই, ভারত অবশ্যই প্রত্যেক সন্ত্রাসবাদীকে খুঁজে বার করবে, তাদের চিহ্নিত করবে এবং শাস্তি দেবে। এদিকে, অধীর চৌধুরী বলছেন, 'জবাবের মতো জবাব চাই। মুখের কথা না, কাজের কথা চাই। পুলওয়ামার পর পহেলগাঁও। জমমু কাশ্মীরে কিন্তু হামলা থামেনি। এদিকে, পহেলগাঁওয়ে হামলার পর সামরিক তৎপরতা এখন তুঙ্গে! জঙ্গিদের ধরতে পুরোদমে নেমে পড়েছে সেনা-আধা সেনা-কাশ্মীর পুলিশ। বৃহস্পতিবারই আরব সাগরে যুদ্ধজাহাজ INS সুরাত থেকে ভূমি থেকে ভূমি ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করে নৌসেনা। সমুদ্রে নামানো হয়েছে যুদ্ধবিমান বহনকারী যুদ্ধজাহাজ INS বিক্রান্তকে। ভারত যখন সব দিক দিয়ে ঘুঁটি সাজাচ্ছে, তখন পাল্টা, শক্তি প্রদর্শনের চেষ্টা করছে ভীত পাকিস্তান। করাচি উপকূলে বিশেষ জোনে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করতে চলেছে তারা। পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ বলেছেন, ভারত যদি কোনও পরিস্থিতি তৈরির চেষ্টা করে, আমরা জবাব দিতে সমপূর্ণ সক্ষম।


















