Abhijit Mukherjee: ‘বামেদের সঙ্গে জোট ঠিক হয়নি’, তৃণমূলে যোগ দেওয়ার আগে অকপট অভিজিৎ মুখোপাধ্যায়
সম্ভবত আজই তৃণমূল কংগ্রেসে (TMC) যোগ দিচ্ছেন জঙ্গিপুরের (Jangipur) প্রাক্তন কংগ্রেস (Congress) সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায় (Abhijit Mukherjee)। কয়েকদিন ধরেই তৃণমূল নেতৃত্বের সঙ্গে কথা চলছিল প্রণব-পুত্র অভিজিতের। সেই প্রসঙ্গে তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পরেই তৃণমূলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিই। কংগ্রেসকে বাঁচাতে রাহুল গাঁধী অনেক চেষ্টা করছেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে রাহুলের চিন্তাধারার প্রয়োগ হচ্ছে না। বিধানসভা ভোটে বামেদের সঙ্গে জোট করা ঠিক হয়নি, আপত্তি জানিয়েছিলাম।“
প্রসঙ্গত, আজ বিকেল ৪টে নাগাদ সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Banerjee) ও পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) উপস্থিতিতে তৃণমূলে যোগ দেওয়ার কথা অভিজিৎ মুখোপাধ্যায়ের। গত এক মাস ধরে তাঁর তৃণমূলে যোগ দেওয়ার বিষয়ে জল্পনা শুরু হয়েছিল। গত জুন মাসে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি হওয়ার পর মুর্শিদাবাদে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তখন কয়েকজন তৃণমূলের মন্ত্রী এবং সাংসদ তাঁর সঙ্গে দেখা করেন। তখন থেকেই অভিজিৎ মুখোপাধ্যায়কে নিয়ে জল্পনা তৈরি হয়। যদিও তখন সেই জল্পনা উড়িয়ে দিয়েছিলেন তিনি। তারপর জুন মাসের তৃতীয় সপ্তাহেই সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে যান এবং বৈঠক করেন অভিজিৎ।