Alapan Bandyopadhyay: কলাইকুণ্ডায় প্রধানমন্ত্রীর বৈঠক এড়ানোয় আলাপন বন্দ্যোপাধ্যায়কে শো-কজ
আলাপন বন্দ্যোপাধ্যায় গতকালই অবসর নিয়েছেন। বিষয়টি এখন আর কর্মিবর্গ ও প্রশিক্ষণ মন্ত্রকের এক্তিয়ারে নেই। বিষয়টি এখন স্বরাষ্ট্রমন্ত্রক ও আলাপন বন্দ্যোপাধ্যায়ের অন্তর্বর্তী বিষয়। স্বরাষ্ট্রমন্ত্রক জাতীয় বিপর্যয় মোকাবিলা আইন ভাঙায় নোটিস পাঠিয়েছে। তাঁর জবাবের পর স্বরাষ্ট্রমন্ত্রক যথাযথ সিদ্ধান্ত নেবে। প্রয়োজনে তাঁর অবসরকালীন সুযোগ-সুবিধায় বিধিনিষেধ জারি করা হবে। কর্মিবর্গ ও প্রশিক্ষণ মন্ত্রককে নির্দেশ দিতে পারে স্বরাষ্ট্রমন্ত্রক, খবর সূত্রের।
‘২৮ মে প্রধানমন্ত্রীর ইয়াস-বৈঠক কেন এড়িয়ে গেলেন আলাপন বন্দ্যোপাধ্যায়?’ এই প্রশ্ন তুলে কেন্দ্রীয় সরকারের তরফে শো-কজ করা হয়েছে প্রাক্তন মুখ্যসচিবকে। গতকাল কেন্দ্রীয় সরকারে তরফে শোকজ করা হয় আলাপন বন্দ্যোপাধ্যায়কে। তিনি জাতীয় বিপর্যয় মোকাবিলা আইন লঙ্ঘন করেছেন বলে অভিযোগ। আইনের ৫১ বি ধারা লঙ্ঘন করেছেন আলাপন, অভিযোগ কেন্দ্রের। ‘বিপর্যয় মোকাবিলা আইনে তাঁর বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না?’ জানতে চেয়ে তিনদিনের মধ্যে লিখিত জবাব তলব কেন্দ্রের।