Bangaon Petrapole Border: পেট্রাপোল সীমান্ত দিয়ে গাড়ি পারাপার ঘিরে তুঙ্গে বনগাঁ পুরসভার বর্তমান ও প্রাক্তন পুর প্রশাসকের তরজা
উত্তর ২৪ পরগণার বনগাঁর পেট্রাপোল সীমান্তে রয়েছে বেনাপোল চেকপয়েন্ট। এই চেকপয়েন্ট দিয়েই প্রতিদিন বাংলাদেশে যায় অসংখ্য পণ্যবাহী গাড়ি। এবার পেট্রাপোল থেকে বেনাপোলে যাওয়ার এই ব্যবস্থা নিয়ে তৃণমূলের অন্দরে দ্বন্দ্ব। বনগাঁ পুরসভা পরিচালিত পার্কিং ব্যবস্থাকে কেন্দ্র করে প্রকাশ্যে প্রাক্তন ও বর্তমান পুর প্রশাসকের দ্বন্দ্ব। স্থানীয় সূত্রে দাবি, অর্থের বিনিময়ে চোরাপথে বিভিন্ন গাড়িকে সীমান্ত পার হতে সাহায্য করছে অসাধু চক্র। বনগাঁ পুরসভার বর্তমান পুর প্রশাসকের দাবি গলদ ছিল আগের ব্যবস্থায়। বর্তমান প্রশাসন তা ঠিক করে দিয়েছে। নিয়ম মেনেই গাড়ি পারাপার করছে সীমান্ত দিয়ে। অন্যদিকে, পুরনো ব্যবস্থায় গলদ না দেখিয়ে, আসল গলদ দূর করুক বর্তমান প্রশাসক, কটাক্ষ করলেন বনগাঁ পুরসভার প্রাক্তন প্রশাসক। সব কাজ যে তিনি ঠিকঠাকভাবে করেছেন, সেই মর্মে কয়েকমাস আগে সোশ্যাল সাইটে পোষ্ট করেছিলেন তিনি। বর্তমান ও প্রাক্তন পুর প্রশাসকের এই দ্বন্দ্বকে নিয়ে কটাক্ষ করেছে বিজেপি।