Beleghata ID: এবার বেলেঘাটা আইডিতেও হবে জলাতঙ্কের নমুনা পরীক্ষা।Bangla News
বেলেঘাটা আইডি হাসপাতালে চালু হচ্ছে জলাতঙ্ক (Rabies) নির্ণায়ক কেন্দ্র। এতদিন ব্যাঙ্গালোরে পাঠানো হত সন্দেহভাজন জলাতঙ্ক আক্রান্তদের নমুনা, বা সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। এখন জলাতঙ্কের নির্ণায়ক পরীক্ষা বেলেঘাটা আইডি হাসপাতালেই করা সম্ভব হবে। শুধু বাংলা নয়, বিহার, ঝাড়খণ্ড, সিকিমের মতো প্রতিবেশী রাজ্য থেকে সন্দেহভাজন জলাতঙ্ক আক্রান্তদের নমুনা এলেও এখানে পরীক্ষা করার ব্যবস্থা থাকছে। এই বিভাগের নাম দেওয়া হয়েছে রিজিওনাল ল্যাবরেটরি ফর রেবিস ডায়গনোসিস। কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে তৈরি এই জলাতঙ্ক নির্ণায়ক কেন্দ্রের কাজ শেষ পর্যায়ে। স্বাস্থ্য মন্ত্রকের এনসিডি-তে ল্যাব কর্মীদের প্রশিক্ষণ চলছে বলে জানিয়েছেন বেলেঘাটা আইডি হাসপাতালে অধ্যক্ষ অণিমা হালদার।
![RG Kar News : রিঙ্গার ল্যাকটেট স্যালাইন-বিতর্কের পর নির্দিষ্ট একটি সংস্থার ইঞ্জেকশন বন্ধের সিদ্ধান্ত](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/4027ad91cf0180c818b5849f01ef35741739785792871535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)