BJP KMC Protest Rally: ‘পুলিশ পুলিশের কাজ করবে, আমাদের প্রতিবাদ হবেই’, অকপট জয়প্রকাশ মজুমদার
আজ ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে (Fake Vaccination) বিজেপির (BJP) পুরসভা অভিযান। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার (Jay Prakash Majumder) বলেন, “আজ আমাদের প্রতিবাদ হচ্ছেই। পুলিশ পুলিশের কাজ করবে। আসল ঘটনা তো এখানে নয়। প্রধান বিরোধী দল হিসাবে মানুষের ওপর যে দুর্নীতি, টিকাকরণ নিয়ে যে দুর্নীতি তৃণমূল কংগ্রেস শুরু করেছে, তাই আমরা তুলে ধরেছি। আমাদের সঙ্গে তো পুলিশের সংঘাত নেই। আমাদের প্রতিবাদ তৃণমূল সরকারের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে।“
একইসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “আমাদের সাজো সাজো রব। যথাসময় যথাস্থানে আমাদের কর্মীরা পৌঁছে যাবেন। সেখান থেকে আমরা কলকাতা পুরসভার দিকে রওনা দেব। করোনার সময়েই তো আর একটি রাজনৈতিক দল সিজিও কমপ্লেক্সে জমায়েত করেছে, তখন পুলিশ কোথায় ছিল? বিধির বিধান কি শুধু আমাদেরই জন্য? যে অন্যায় হচ্ছে, ভ্যাকসিন নিয়ে যা হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ করা আমাদের দায়িত্ব। আজ বিক্ষোভের মূল দাবি ভ্যাকসিন কেলেঙ্কারির প্রতিবাদ। পাশাপাশি বিজেপি কর্মীরা যে রাজনৈতিক হিংসার শিকার হচ্ছে তা বন্ধের দাবিতেও আজ আমাদের বিক্ষোভ।“