BJP: হোয়াটসঅ্যাপে বিজেপি বিধায়কদের গ্রুপ ছাড়ার হিড়িক । Bangla News
বিজেপি বিধায়কদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়ার হিড়িক। গ্রুপ ছাড়লেন বনগাঁ উত্তর, গাইঘাটা, হরিণঘাটার বিজেপি বিধায়ক। গ্রুপ ছাড়লেন রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী।‘রাজ্য কমিটিতে প্রতিনিধিত্ব নেই মতুয়াদের, তারই প্রতিবাদ’।হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে ঘনিষ্ঠমহলে দাবি বিধায়কদের: সূত্র।
ভোট পরবর্তী সময় কমিটি নিয়ে পিছিয়ে পড়া মানুষ খুশি নয়। সর্বভারতীয় মতুয়া মহাসংঘের সিদ্ধান্ত, দাবি রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়কের।
এবার জেলাস্তরেও ব্যাপক রদবদল বিজেপির। অপসারিত ৩০ জন সভাপতি। একইসঙ্গে রাজ্যের ৩৯টি সাংগঠনিক জেলা বাড়িয়ে ৪২টি সাংগঠনিক জেলা করা হয়েছে। নতুন ৩টি সাংগঠনিক জেলা হল মালদা, দক্ষিণ জয়নগর ও বোলপুর। ৩৯টি সাংগঠনিক জেলার মধ্যে ৩০ টিতেই সভাপতি পরিবর্তন করা হয়েছে।
হাওড়া পুরসভার বিলে বালিকে আলাদা করার বিলে কি সই করেছেন রাজ্যপাল? দাবি, পাল্টা দাবিতে বিভ্রান্তি একেবারে চরমে। হাওড়া পুরসভা সংক্রান্ত বিলে সই করেছি, এই দাবি সঠিক নয়। ফের টুইট রাজ্যপালের। বিষয়টি এখনও তাঁর বিবেচনাধীন বলে জানিয়েছেন জগদীপ ধরকড়