Kunal Ghosh : 'তাপসী মণ্ডল তৃণমূলে যোগদান করে হতাশায় ভুগছে বিজেপি', কটাক্ষ কুণাল ঘোষের
ABP Ananda LIVE: 'তাপসী মণ্ডল তৃণমূলে যোগদান করে হতাশায় ভুগছে বিজেপি। বড় ধাক্কা কাটাতে না পেরে প্রলাপ বকছে', তাপসীকে দেওয়া শুভেন্দুর চ্যালেঞ্জে পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আগুন লাগানোর অভিযোগে গ্রেফতার আরও এক ছাত্র
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আগুন লাগানোর অভিযোগে গ্রেফতার আরও এক ছাত্র। দর্শন স্নাতকের প্রথম বর্ষের পড়ুয়া সৌম্যদীপ মাহাতো। গতকাল সন্ধেয় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য যাদবপুর থানায় ডাকা হয়। বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করার পরে ওই পড়ুয়াকে গ্রেফতার করে পুলিশ। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তৃণমূলের শিক্ষাবন্ধু সমিতির অফিসে আগুন লাগার ঘটনায় সৌম্যদীপের যোগ রয়েছে বলে পুলিশের দাবি। অন্যদিকে, সৌম্যদীপের গ্রেফতারির দিনই জামিন পেয়েছেন যাদবপুরের প্রাক্তনী সাহিল আলি। ৫ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তাঁকে জামিন দিয়েছে আলিপুর আদালত। তদন্তকারী অফিসারের সঙ্গে সপ্তাহে দু'দিন দেখা করতে হবে সাহিলকে। অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২ মার্চ যাদবপুরের প্রাক্তনীকে গ্রেফতার করে পুলিশ। সাহিলের মোবাইল ফোনে কথোপকথনের সূত্র ধরে তাঁকে আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে জানান সরকারি আইনজীবী। দু'পক্ষের সওয়াল শোনার পরে যাদবপুরের প্রাক্তনীর জামিন ম়ঞ্জুর করেন বিচারক।


















