Jhalda: 'তপন কান্দু খুনের দিন মধ্যরাতে কাকাকে নিয়ে গিয়েছিল পুলিশ', দাবি নিরঞ্জন বৈষ্ণবের ভাইপোর ।Bangla News
ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর খুনের প্রত্যক্ষদর্শীর রহস্যমৃত্যু। বাড়ি থেকে উদ্ধার নিরঞ্জন বৈষ্ণব নামে ওই ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ। সুইসাইড নোটে পুলিশের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ। দেহ উদ্ধারে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের। সিবিআই তদন্তের দাবি জানিয়েছে মৃতের পরিবার। পরিবারের দাবি, তপন কান্দুর ঘনিষ্ঠ ছিলেন নিরঞ্জন। খুনের দিন কংগ্রেস কাউন্সিলরের সঙ্গে হাঁটতেও বের হন। অভিযোগ, তপন কান্দু খুন হওয়ার পর পুলিশ নিরঞ্জনকে বারবার ডেকে পাঠিয়ে নির্যাতন শুরু করে। ফলে আতঙ্কে ভুগছিলেন ওই ব্যক্তি। পুলিশের চাপ সহ্য করতে না পেরেই আত্মঘাতী বলে পরিবারের দাবি।
এ প্রসঙ্গে নিরঞ্জন বৈষ্ণবের ভাইপো বলেন, পুলিশ এখন পোস্টমর্টেমে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে। পরিবারের দাবি, ওঁর কাছে প্রায়শই আসত পুলিশ। যেদিন তপন কান্দু খুন হয় সেদিন রাত ১২টার সময় এসে পুলিশ নিয়ে গিয়েছিল।