KMC: কলকাতা পুরসভায় ফের ফিরহাদেই আস্থা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। Bangla News
কলকাতা পুরসভায় ফের ফিরহাদেই আস্থা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফের কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ। কলকাতা পুরসভার চেয়ারপার্সন মালা রায়। ২৮ ডিসেম্বর কলকাতা পুরসভার মেয়র, চেয়ারপার্সনের শপথ গ্রহন। কাল কলকাতা পুরসভার সমস্ত কাউন্সিলরদের শপথ গ্রহন।
মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই চলবে কলকাতা পুরসভা। জানালেন কলকাতার আগামী মেয়র ফিরহাদ হাকিম। তিনি আরও বলেন, এই পৌরভোট এতদিন চলেছে, আগামী দিনেও চলবে। মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছেন, যে পথটা দেখিয়ে দিয়েছেন সেই পথটা অনুসরণ করব। এটাই আমার জীবনের ব্রত এবং আবার উনি আমাকে দায়িত্ব দিয়েছেন। মৃত্যু পর্যন্ত নিজের জীবন দিয়ে তার বিশ্বাসের মর্যাদা রাখব।
![WB News : দত্তপুকুরকাণ্ডে ১৫ দিন পরেও মেলেনি মাথার খোঁজ। বামনগাছির পুকুরে তল্লাশিতে ডুবুরি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/91212fe0242ff7db37e588ef637b1fa91739874313715535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![WB Assembly: বিধানসভার অন্দরে বক্তৃতা দিচ্ছেন মুখ্যমন্ত্রী বাইরে ধর্নায় শুভেন্দু। গেটে কড়া নিরাপত্তা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/618a6e0679577cc922f177284bd27f941739873392399535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Suvendu Adhikari : শুভেন্দুর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস, পাল্টা কী কৌশল শুভেন্দুর ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/965384f5d31d87ea8492288bc734b18d1739872287476535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Mamata Banerjee : বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্নায় শুভেন্দুরা। কী বার্তা মমতার ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/c4027e933e1b9f1d7bb2f305701ca5a31739871550947535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Mamata Banerjee: বিধানসভায় যাওয়ার আগে মাধ্যমিক পরীক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে দেখা মুখ্যমন্ত্রীর](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/fe980d07dcd49985726cc129d99e161c1739870508663535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)