Mamata Banerjee: প্রতি মাসে নির্দিষ্ট দিনে রাজ্যের ১০ কোটিরও বেশি মানুষ বাড়িতে বসে রেশন পাবেন : মমতা | Bangla News
আজ দুয়ারে রেশন (Duare Ration) প্রকল্পের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, "আপনারা দেখেছেন, বাংলার বাইরে ঘুরতে গিয়ে কেউ যদি মারা যান, তাঁর মৃতদেহটি পর্যন্ত আমরা নিয়ে এসে তাঁর পরিবারের হাতে তুলে দিই। এটাই বাংলা। এর থেকে বেশি মানবিক সরকার পাবেন না। এর থেকে বেশি আশা করাও উচিত নয়। কারণ আশা করতে করতে নিরাশা যেন না আসে কারণ আশা থেকে প্রত্যাশা বাড়বে।" দুয়ারে রেশন প্রকল্প প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন,"আপনি যদি রেশন দোকানের ডিলার হন, আপনি কিন্তু গরীব নন, আপনার অনেক ক্ষমতা আছে। আমাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল আমাদের সেক্রেটারিয়েটের নাম কী হবে, আমি এক সেকেন্ডে বলেছিলাম নবান্ন (Nabanna)। এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে রাজ্যের ১০ কোটিরও বেশি মানুষ বাড়িতে বসে রেশন পাবেন।"
![RG Kar News : রিঙ্গার ল্যাকটেট স্যালাইন-বিতর্কের পর নির্দিষ্ট একটি সংস্থার ইঞ্জেকশন বন্ধের সিদ্ধান্ত](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/4027ad91cf0180c818b5849f01ef35741739785792871535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)