Municipal Election: বকেয়া পুরভোটের ভবিষ্যৎ কী? কাল কমিশনের সর্বদলীয় বৈঠক | Bangla News
বকেয়া পুরভোট নিয়ে কাল কমিশনের (West Bengal State Election Commission) সর্বদলীয় বৈঠক। দুপুর ২ টোয় রাজ্য নির্বাচন কমিশনে সর্বদল বৈঠক। হাওড়া-বালি পুরসভা নিয়ে এখনও জটিলতা কাটেনি। '২২ জানুয়ারি বকেয়া ৫ কর্পোরেশনের ভোট করাতে চায় কমিশন। ২৭ ফেব্রুয়ারি ১০৯টি বকেয়া পুরসভার ভোট করাতে চায় কমিশন', কাল সেই নিয়ে কমিশনের সর্বদলীয় বৈঠক।
এদিকে, রাজ্যপালের (Jagdeep Dhankhar) সামনে হাওড়া-বালি পুরসভা নিয়ে কোনও নথি-কাগজ-চিঠি পেশ করা হয়নি। অথচ রাজ্যের পক্ষ থেকে আদালতের সামনে বলে দেওয়া হল, বিলে রাজ্যপাল সম্মতি দিয়েছেন! বাগডোগরা পৌঁছে এই বিতর্কে ফের নিজের অবস্থান স্পষ্ট করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। এপ্রসঙ্গে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, "আমার মনে হয় না রাজ্যপাল সত্য কথা বলছেন। রাজ্যপাল কিছু আপত্তি জানিয়ে চিঠি দেন, তার উত্তর রাজ্য সরকার রাজ্যপালকে দিয়েছে।"
এদিকে, পুরভোটে সন্ত্রাস করতে গেলে কড়া হাতে ব্যবস্থা নেবে পুলিশ, পার পাওয়া যাবে না শাসকদলের কর্মী বলে। উত্তর ২৪ পরগনার ইছাপুরের সভায় দলীয় কর্মীদের কড়া বার্তা দিলেন ব্যারাকপুর-দমদম সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি পার্থ ভৌমিক (Partha Bhowmick)। পুরোটাই আইওয়াশের চেষ্টা বলে পাল্টা সুর চড়িয়েছে বিরোধীরা। তুঙ্গে রাজনৈতিক তরজা।
![WB News : দত্তপুকুরকাণ্ডে ১৫ দিন পরেও মেলেনি মাথার খোঁজ। বামনগাছির পুকুরে তল্লাশিতে ডুবুরি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/91212fe0242ff7db37e588ef637b1fa91739874313715535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![WB Assembly: বিধানসভার অন্দরে বক্তৃতা দিচ্ছেন মুখ্যমন্ত্রী বাইরে ধর্নায় শুভেন্দু। গেটে কড়া নিরাপত্তা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/618a6e0679577cc922f177284bd27f941739873392399535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Suvendu Adhikari : শুভেন্দুর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস, পাল্টা কী কৌশল শুভেন্দুর ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/965384f5d31d87ea8492288bc734b18d1739872287476535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Mamata Banerjee : বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্নায় শুভেন্দুরা। কী বার্তা মমতার ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/c4027e933e1b9f1d7bb2f305701ca5a31739871550947535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Mamata Banerjee: বিধানসভায় যাওয়ার আগে মাধ্যমিক পরীক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে দেখা মুখ্যমন্ত্রীর](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/fe980d07dcd49985726cc129d99e161c1739870508663535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)