Murder: পুরনো শত্রুতার জেরেই খুন বসিরহাটের TMC কর্মী! | Bangla News
বসিরহাটের (Basirhat) মাটিয়ায় রাতে বাড়ি ফেরার পথে, তৃণমূল (TMC) কর্মীকে গুলি করে, কুপিয়ে খুন করল দুষ্কৃতীরা। জখম হন তৃণমূল কর্মীর সঙ্গীও। মৃত মোফাজ্জল হক মণ্ডলের বাড়ি আকিপুরে। স্থানীয় সূত্রে খবর, গতকাল রাত সাড়ে ৯টা নাগাদ এক সঙ্গীকে নিয়ে মোটরবাইকে চড়ে বাড়ি ফিরছিলেন তৃণমূল কর্মী মোফাজ্জল হক মণ্ডল। অভিযোগ, রাস্তায় একটি গাড়ি তাঁর বাইকে ধাক্কা মারে। বাইক থেকে পড়ে গেলে, দুষ্কৃতীরা গাড়ি থেকে নেমে তৃণমূল কর্মীকে গুলি করে, কুপিয়ে খুন করে বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, মৃতের বিরুদ্ধে খুন ও অস্ত্র আইনে একাধিক মামলা ছিল। বেশ কয়েকবার তাঁকে গ্রেফতারও করা হয়। প্রাথমিক তদন্তে অনুমান, দুষ্কৃতীদের মধ্যে গণ্ডগোলের জেরেই এই খুন।
![RG Kar News : রিঙ্গার ল্যাকটেট স্যালাইন-বিতর্কের পর নির্দিষ্ট একটি সংস্থার ইঞ্জেকশন বন্ধের সিদ্ধান্ত](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/4027ad91cf0180c818b5849f01ef35741739785792871535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)