PAC Controversy: 'স্ট্যান্ডিং কমিটি থেকে বিজেপির সদস্যদের ইস্তফা সঠিক সিদ্ধান্ত', ক্ষোভ প্রকাশ দিলীপের
পিএসি বিতর্কে (PAC Controversy) সমস্ত স্ট্যান্ডিং কমিটি থেকে ইস্তফা বিজেপির। বিধানসভার ৮টি স্ট্যান্ডিং কমিটি থেকে ইস্তফা দিল বিজেপি। মুকুল রায়কে পিএসি চেয়ারম্যান করার প্রতিবাদে ইস্তফা। আজ স্ট্যান্ডিং কমিটিগুলি থেকে ইস্তফা দেন বিজেপি বিধায়করা। এর পরেই রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করেন শুভেন্দু অধিকারী সহ বিধানসভার বিরোধী দলের বিধায়করা। সম্প্রতি বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির মাথায় বসানো হয়েছে মুকুল রায়কে। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এই ঘোষণা করেছিলেন। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ‘সরকার চালাকি করে রীতি না মানলে আমরা সহযোগিতা করব না। আমাদের প্রস্তাবিত কাউকে চেয়ারম্যান করা হয়নি। তাই এই ইস্তফা দিয়ে ঠিক কাজ করা হয়েছে।’ অন্যদিকে তাপস রায়, ‘বিধানসভার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন শুধুমাত্র অধ্যক্ষই, রাজ্যপালের কাছে গিয়ে কী হবে?’
![WB News : দত্তপুকুরকাণ্ডে ১৫ দিন পরেও মেলেনি মাথার খোঁজ। বামনগাছির পুকুরে তল্লাশিতে ডুবুরি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/91212fe0242ff7db37e588ef637b1fa91739874313715535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![WB Assembly: বিধানসভার অন্দরে বক্তৃতা দিচ্ছেন মুখ্যমন্ত্রী বাইরে ধর্নায় শুভেন্দু। গেটে কড়া নিরাপত্তা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/618a6e0679577cc922f177284bd27f941739873392399535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Suvendu Adhikari : শুভেন্দুর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস, পাল্টা কী কৌশল শুভেন্দুর ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/965384f5d31d87ea8492288bc734b18d1739872287476535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Mamata Banerjee : বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্নায় শুভেন্দুরা। কী বার্তা মমতার ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/c4027e933e1b9f1d7bb2f305701ca5a31739871550947535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Mamata Banerjee: বিধানসভায় যাওয়ার আগে মাধ্যমিক পরীক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে দেখা মুখ্যমন্ত্রীর](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/fe980d07dcd49985726cc129d99e161c1739870508663535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)