(Source: ECI/ABP News/ABP Majha)
Suvendu Adhikari: 'শুভেন্দু অধিকারীর সঙ্গে মুর্শিদাবাদ থেকে ফেরার পরই আত্মহত্যা!', শুভব্রতর মৃত্যু নিয়ে দাদা তিলক
শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) প্রাক্তন নিরাপত্তারক্ষীর রহস্যমৃত্যুতে খুন ও অপরাধমূলক ষড়যন্ত্রের মামলা রুজু। ৭ জুলাই পূর্ব মেদিনীপুরের (East Midnapore) কাঁথি থানায় ৩০২ ও ১২০বি ধারায় মামলা রুজু হয়েছে। অভিযোগ দায়ের করেন শুভেন্দু অধিকারীর প্রাক্তন নিরাপত্তারক্ষী শুভব্রত চক্রবর্তীর (Subhabrata Chakraborty) স্ত্রী। অভিযোগের ভিত্তিতে এফআইআর (FIR) করে তদন্ত শুরু করেছে কাঁথি থানার পুলিশ। এই প্রসঙ্গে মহিষাদলের তৃণমূল বিধায়ক তথা শুভব্রতর দাদা তিলক চক্রবর্তী বলেন, ‘২০১৮ সালের অক্টোবর মাসে মৃত্যুর আগে আমার ভাই মুর্শিদাবাদ গিয়েছিল শুভেন্দু অধিকারীর সঙ্গে। দীর্ঘদিন ধরেই ওনার কাছে কাজ করত ভাই। অনেক রাতে পুলিশ ব্যারাকে ফিরেছিল। পরের দিন সকালে বাড়িতে ফোন করে জানায় বাড়ি ফিরছে। ৩০ ঘন্টা পরেই ওর আত্মহত্যার খবর পাই। আগে বিশ্বাস করেছিলাম। এখন নিজে বিধানসভায় এসেছি বলে অভিযোগ জানিয়েছি।’