Suvendu Adhikari: 'পিএসি চেয়ারম্যান নিয়ে রীতি ভঙ্গ করেছে শাসক দল', মন্তব্য শুভেন্দুর
বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটি (পিএসি)-র চেয়ারম্যান হলেন মুকুল রায় (Mukul Roy)। মুকুল রায়ের নাম ঘোষণা করলেন বিধানসভার অধ্যক্ষ। আজ বাজেট অধিবেশনের শেষ দিনে বিধানসভায় এই ঘোষণা করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)। এই প্রসঙ্গে সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, ‘ভুয়ো ভ্যাকসিন কাণ্ড, নির্বাচন পরবর্তী হিংসা, রাজ্য সরকারের অর্থনৈতিক অবস্থা, শিল্পায়ন, কর্মসংস্থান প্রভৃতি কোন গুরুত্বপূর্ণ বিষয়েই বিরোধীদের আলোচনার সুযোগ দেওয়া হয়নি। দীর্ঘদিনের রীতি অনুযায়ী বিরোধী দলের পক্ষ থেকে পিএসি-র চেয়ারম্যান করা হয়। এটা ভারতের সব বিধানসভা এবং লোকসভাতেই হয়ে আসছে। এটা নিয়ে সরকারের খরচ করার অধিকার যেমন আছে, তার পরীক্ষা করার দায়িত্ব বিরোধীপক্ষের আছে। এটা গণতন্ত্রের একটি বড় ব্যবস্থা।’
![WB News : দত্তপুকুরকাণ্ডে ১৫ দিন পরেও মেলেনি মাথার খোঁজ। বামনগাছির পুকুরে তল্লাশিতে ডুবুরি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/91212fe0242ff7db37e588ef637b1fa91739874313715535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![WB Assembly: বিধানসভার অন্দরে বক্তৃতা দিচ্ছেন মুখ্যমন্ত্রী বাইরে ধর্নায় শুভেন্দু। গেটে কড়া নিরাপত্তা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/618a6e0679577cc922f177284bd27f941739873392399535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Suvendu Adhikari : শুভেন্দুর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস, পাল্টা কী কৌশল শুভেন্দুর ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/965384f5d31d87ea8492288bc734b18d1739872287476535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Mamata Banerjee : বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্নায় শুভেন্দুরা। কী বার্তা মমতার ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/c4027e933e1b9f1d7bb2f305701ca5a31739871550947535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Mamata Banerjee: বিধানসভায় যাওয়ার আগে মাধ্যমিক পরীক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে দেখা মুখ্যমন্ত্রীর](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/fe980d07dcd49985726cc129d99e161c1739870508663535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)