WB Politics: BJP-তে গিয়ে পাপ! হুগলিতে মাথা মুড়িয়ে প্রায়শ্চিত্ত করে TMC-তে ফিরলেন ৫০০ জনের বেশি কর্মী-সমর্থক
হুগলির আরামবাগের খানাকুলে (Khanakul) মাথা মুড়িয়ে বিজেপি (BJP) থেকে তৃণমূলে (TMC) ফিরলেন ৫০০ জনের বেশি কর্মী, সমর্থক। আজ আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের (Aparupa Poddar) হাত ধরে তাঁরা তৃণমূলে ফেরেন। এই কর্মী-সমর্থকরা বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলে ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন। আজ দেখা যায়, অনেকেই মস্তক মুণ্ডন করেছেন। তাঁদের দাবি, বিজেপিতে যাওয়া যে ভুল হয়েছিল তা বুঝতে পেরে মাথা মুড়িয়ে প্রায়শ্চিত্ত করে পুরনো দলে ফিরেছেন। তৃণমূল সাংসদের দাবি, বিজেপি এই সব কর্মী সমর্থককে ভুল বুঝিয়ে নিয়ে গিয়েছিল। কোনও সমসয়ই এই কর্মীদের পাশে থাকেনি বিজেপি নেতৃত্ব। এমনকি করোনার বিপদেও পাশে দাঁড়ায়নি। তাই এই বিজেপি কর্মীরা ভুল শুধরে তৃণমূল কংগ্রেসে এসেছেন। এ বিষয়ে এখনও বিজেপির প্রতিক্রিয়া মেলেনি।
অন্যদিকে, কালিয়াচক কাণ্ডে (Kaliachak Murder case) এবার আসিফ মহম্মদের (Asif Mohammad) মামা ও ঘটনার একমাত্র সাক্ষী আসিফের দাদার গোপন জাবানবন্দি নেওয়া হবে। তদন্তে আসিফের কাছ থেকে কোনও সদুত্তর না পাওয়ায় মনোবিদের সাহায্য নেওয়া হতে পারে বলে সিআইডি (CID) সূত্রে খবর। আজই করা হতে পারে গোটা ঘটনার পুনর্নির্মাণ।