(Source: ECI/ABP News/ABP Majha)
WB Politics: তৃণমূল থেকে বিজেপিতে আসা নেতাদের ‘অন্য গাছের ছাল’ বলে কটাক্ষ দিলীপ ঘোষের
তৃণমূল (TMC) থেকে আসা ডানপিটেদের নিয়ে এখন বেজায় সমস্যায় বিজেপি (BJP)। কখন কে কী বলে দেয়, বুঝে ওঠা দায়। সৌমিত্র খাঁ (Soumitra Khan) ফেসবুক লাইভে তোপ দাগছেন তো রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee) ফেসবুক পোস্টে কটাক্ষ করে বলেছেন, বিরোধী নেতাকে বলব যার নেতৃত্বে এবং যাকে মুখ্যমন্ত্রী দেখতে চেয়ে বাংলার মানুষ ২১৩টি আসনে তাঁর প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন, সেই মুখ্যমন্ত্রীকে অযথা আক্রমণ না করে সাধারণ মানুষের দুর্দশা মুক্তির জন্য পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য়হ্রাস করাই এখন একমাত্র লক্ষ্য হওয়া উচিত। সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta) তো আবার হারের জন্য প্রচারে হিন্দিভাষীদের দাপটের দিকেই আঙুল তুলেছেন। একে হার, তার ওপর তৃণমূল থেকে আসা নেতাদের একের পর এক খোঁচা – স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই দিলীপ ঘোষের (Dilip Ghosh) চাঁচাছোলা গলায় স্বীকারোক্তির সুর। ‘অন্য গাছের ছাল লাগানো হয়েছিল, এখন খুলে পড়ে যাচ্ছে’, কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতির।