WB Politics: রাজ্য মন্ত্রীসভায় রদবদল, অর্থ দফতরের দায়িত্বে মুখ্যমন্ত্রী নিজেই, প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য | Bangla News
রাজ্যের প্রস্তাবে লিখিতভাবে সায় রাজ্য নির্বাচন কমিশনের (State Election Commission)। ১৯ ডিসেম্বরেই কলকাতা (KMC) ও হাওড়ায় (HMC) পুরভোট। এমাসের শেষেই বিজ্ঞপ্তি।
কলকাতায় পুরভোট নিয়ে তৎপরতা শুরু বিজেপিতে (BJP)। প্রার্থী বাছাই থেকে প্রচারের জন্য কলকাতায় (Kolkata) চারটি কমিটি গঠন। প্রিয়ঙ্কা টিবরেওয়াল, রুদ্রনীল ঘোষ, তুষার ঘোষ, কল্যাণ চৌবে - এই চারজনের নেতৃত্বে কমিটি গঠন।
দুই পুরসভার ভোটের আগে রাজ্য মন্ত্রীসভায় রদবদল। রাজ্যের নতুন পঞ্চায়েতমন্ত্রী পুলক রায়। জনস্বাস্থ্য দফতরের সঙ্গে পঞ্চায়েতের অতিরিক্ত দায়িত্বে পুলক রায়। ক্রেতা সুরক্ষা দফতরের বাড়তি দায়িত্ব মানস ভুঁইয়াকে (Manas Bhunia)।
অর্থ দফতর নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা। মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার সঙ্গে অর্থ দফতরের মুখ্য উপদেষ্টা অমিত মিত্র।
কীভাবে জলের দরে মেট্রো ডেয়ারি বিক্রি? প্রশ্ন অধীর চৌধুরীর (Adhir Chowdhury)। সিবিআই চায় বিজেপিও (BJP)। গেরুয়া শিবিরের হাত শক্ত করার চক্রান্ত, পাল্টা তৃণমূল।