Rahul Gandhi: 'বিহারে ভোট চুরি হচ্ছে, বাড়ছে প্রতিবাদ', কমিশনের হুঁশিয়ারির পরেও অবস্থানে অনড় রাহুল
ABP Ananda LIVE: সংবিধান সংশোধনী বিল পেশ নিয়ে লোকসভায় তুলকালাম। বিল ছিঁড়ে অমিত শাহকে লক্ষ্য করে ছুড়লেন বিরোধীরা। কমিশনের হুঁশিয়ারির পরেও অবস্থানে অনড় রাহুল গান্ধী । 'বিহারে সবাই বলছেন ভোট চুরি হচ্ছে, এটাই বাস্তব, বাড়ছে প্রতিবাদ', বললেন রাহুল ।
ISF News: অসুস্থ বিধায়ক নৌশাদ সিদ্দিকি ! ধর্মতলায় ISF-এর কর্মসূচি ঘিরে ধুন্ধুমার, ধস্তাধস্তি; পুলিশের ধরপাকড়
সংশোধিত ওয়াকফ আইন, SIR ইস্যুতে হয়রানির অভিযোগে ধর্মতলায় ISF-এর কর্মসূচিতে ধুন্ধুমার পরিস্থিতি। ধস্তাধস্তি, পুলিশের ধরপাকড়। ধর্মতলা থেকে আটক করে জোড়াসাঁকো থানায় নিয়ে যাওয়া হলে অসুস্থ হয়ে পড়েন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি। সেখান থেকে পুলিশ তাঁকে চিকিৎসার জন্য কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। এদিকে বিক্ষোভকারী বহু আইএসএফ কর্মী-সমর্থককে আটক করে বিভিন্ন থানায় নিয়ে যাওয়া হয়েছে।


















