Rahul Gandhi: প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি ঈশ্বরের যোগাযোগ আছে : রাহুল গাঁধী
Rahul Attacks Modi: লোকসভার বিরোধী দলনেতার আসনে বসার পর থেকেই নরেন্দ্র মোদির বিরুদ্ধে আক্রমণাত্মক রাহুল গাঁধী। সোমবার সেই আক্রমণের সুরকে আরও উঁচুতে বাঁধলেন তিনি। কার্যত টি-টোয়েন্টির ধাঁচে আক্রমণ শানালেন প্রধানমন্ত্রীকে। যার পাল্টা জবাব দিতে ময়দানে নামতে হল স্বয়ং নরেন্দ্র মোদি, অমিত শাহদের। কংগ্রেস সাংসদ ও বিরোধী দলনেতা রাহুল গাঁধী বলেন, 'যাঁরা নিজেদের হিন্দু বলেন, তাঁরা ২৪ ঘণ্টা হিংসা, হিংসা, হিংসা। ঘৃণা, ঘৃণা, ঘৃণা। অসত্য়, অসত্য়, অসত্য়। হিন্দু ধর্মে স্পষ্ট লেখা আছে, সত্য়ের সঙ্গে থাকা উচিত। সত্য় থেকে পিছু হঠা উচিত নয়। সত্য়কে ভয় পাওয়া উচিত নয়। অহিংসা আমাদের প্রতীক।' প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন,'বিষয়টি অত্য়ন্ত গুরুতর। পুরো হিন্দু সমাজকে হিংস্র বলা, এটা গুরুতর বিষয়।' রাহুল গাঁধী বলেন,' না, না, না, না... নরেন্দ্র মোদি পুরো হিন্দু সমাজ নন। বিজেপি পুরো হিন্দু সমাজ নয়। RSS পুরো হিন্দু সমাজ নয়।'
তিনি লোকসভার বিরোধী দলনেতা রাহুল গাঁধী। বিরোধী দলনেতার পদে বসার পর থেকেই, নরেন্দ্র মোদির বিরুদ্ধে আক্রমণাত্মক তিনি। আর সোমবার লোকসভায় দাঁড়িয়ে, কার্যত টি-টোয়েন্টির ধাঁচে প্রধানমন্ত্রীকে আক্রমণ করলেন তিনি। তুলে ধরলেন শিবের ছবিও। রাহুল গাঁধী বলেন, 'প্রধানমন্ত্রী, যাঁর সঙ্গে সরাসরি ঈশ্বরের যোগাযোগ আছে। পরমাত্মা সরাসরি মোদিজির আত্মার সঙ্গে কথা বলেন। আমরা সবাই বায়োলজিকাল। আমরা জন্মাই, মারা যাই। প্রধানমন্ত্রী বায়োলজিকাল নন। প্রধানমন্ত্রী বলেন, গাঁধী মৃত। গাঁধীকে পুনরুজ্জীবিত করে তুলেছে একটি সিনেমা। আপনারা কি উপেক্ষাটা বুঝতে পারছেন? গাঁধী মৃত, একটি সিনেমা তাঁকে পুনরুজ্জীবিত করেছে। না, না, না, না, গাঁধী মৃত নন, গাঁধী জীবিত।' ABP Ananda LIVE
![RG Kar Portest: আর কত অভয়া দেখলে আমরা অভয়ার বিচারের শাস্তি পাব: আসফাকুল্লা নাইয়া](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/20/68a7419a37c88dedd683681ec31173b41737378228958968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![RG Kar News: ফাঁসির মতো অনিবার্য সাজা দেওয়াতে পারল না CBI,প্রমাণ হল CBI ব্যর্থ,ব্যর্থ,ব্য়র্থ:দেবাংশু](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/20/de4c4709df48b38537ac8118e61de3611737377399725968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![RG Kar News: 'আর জি করে চিকিৎসক ধর্ষণ-খুনে সঞ্জয়ের আমৃত্যু কারাদণ্ড', কী বললেন কুণাল?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/20/5bb88f1e6c63a482531970bd0c2745df1737377026822968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![MD Selim: 'বিচারের দাবিটাও বাঁচিয়ে রাখতে হবে, লড়াইও চালিয়ে যেতে হবে', বললেন মহম্মদ সেলিম।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/20/10a4e1193ced3e4001417b01bb33f3fe1737376079522968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![RG Kar Protest: 'আমাদের আরও লড়াই, আরও প্রতিবাদ করতে হবে',বললেন সিনিয়র চিকিৎসক](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/20/cad8bfd380843f73deea1b34e35e19db1737375643448968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)