PM Narendra Modi: আর জি কর কাণ্ডে দেশজুড়ে তোলপাড়ের মধ্যেই নারী নিরাপত্তায় বার্তা প্রধানমন্ত্রীর
ABP Ananda LIVE: আর জি কর কাণ্ডে দেশজুড়ে তোলপাড়ের মধ্যেই নারী নিরাপত্তায় বার্তা প্রধানমন্ত্রীর। 'মহিলা ও শিশুদের উপর অত্যাচার রুখতে কঠোর আইন তৈরি হয়েছে'। 'দেশজুড়ে ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরি করা হচ্ছে'। 'কিন্তু আইনগুলি দ্রুত প্রণয়ন প্রয়োজন'। 'মহিলাদের উপর নৃশংসতার ঘটনায় যত দ্রুত সিদ্ধান্ত, তত বেশি নিশ্চয়তা'। জেলা বিচার বিভাগের জাতীয় সম্মেলনে মন্তব্য প্রধানমন্ত্রীর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়।
আর জি কর-কাণ্ডে এবার কুণাল ঘোষের নিশানায় টালিগঞ্জের স্টুডিওপাড়ার একাংশ ।'পশ্চিমবঙ্গকে কলঙ্কিত করতে মুম্বইয়ে ছবি তৈরি হয়েছে, কী করছে টালিগঞ্জ ইন্ডাস্ট্রি?' । 'বিশেষ করে সেই সমস্ত প্রযোজক, পরিচালক, অভিনেতা, যাঁরা তৃণমূলের পদাধিকারী...''...যাঁরা ক্ষমতার ছত্রচ্ছায়ায় রয়েছেন, মমতা-অভিষেকের সঙ্গে মঞ্চ ভাগ করছেন' । বাংলার বিরুদ্ধে এই অপপ্রচার রুখতে তাঁরা কী করছেন? প্রশ্ন কুণালের । 'বিজেপির ন্যারেটিভ তৈরি করতে মুম্বইয়ের পরিচালক, প্রযোজক, অভিনেতারা রাজনৈতিক ছবি করেন'। এবার তো বাংলা নিয়ে কুৎসার ঝুলি আসছে' । অথচ টালিগঞ্জের বাবু/বিবিরা, যাঁরা মমতার সঙ্গে এক মঞ্চে, এক ফ্রেমে থাকেন...' তাঁরা নিজেদের ইমেজ গড়তে পেশার সৌজন্য নিয়ে ব্যস্ত, আক্রমণ কুণালের। রাজ্য মহিলা কমিশনে তালা লাগাও কর্মসূচি বিজেপির মহিলা মোর্চার। করুণাময়ীতে বিজেপির মহিলা মোর্চার মিছিল। মিছিল শুরুর আগেই করুণাময়ীতে পুলিশের ধরপাকড়। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযানে লাঠিচার্জ, কলকাতার পুলিশ কমিশনারকে নোটিস।