Sandhya Mukherjee: শৌচাগারে পড়ে চোট, নিউমোনিয়ারও লক্ষণ, রাত থেকে শারীরিক অবস্থার অবনতি সন্ধ্যা মুখোপাধ্যায়ের |Bangla News
গুরুতর অসুস্থ সন্ধ্যা মুখোপাধ্যায় (Sandhya Mukherjee)। গ্রিন করিডর করে নিয়ে যাওয়া হচ্ছে এসএসকেএম-এ। তাঁর পরিবার সূত্রে জানা যাচ্ছে, গতকাল বিকেলের পর থেকেই তাঁর শারিরীক অবস্থার অবনতি হয়। কিছুদিন আগেই শৌচাগারে পড়ে গিয়েছিলেন তিনি। কোমরে চোট ছিল। নিউমোনিয়ারও লক্ষণ ছিল। গতকাল ফুসফুসে সংক্রমণটি আরও বেড়ে যায়। পারিবারিক চিকিৎসক বিষয়টি দেখেন। আরটিপিসিআর (RTPCR) করার নির্দেশ দেন। সেই আরটিপিসিআরও করা হয়েছে বলে জানা যাচ্ছে। তবে আরটিপিসিআর-এর রিপোর্ট এখনও আসেনি। এমনবস্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee) তাঁকে ফোন করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৎপরতাতেই তাঁকে উডবার্ন ওয়ার্ডে ভর্তি করানো হচ্ছে।
![WB News: 'আপনারা ভোট নিয়ে চিন্তিত, ভোটারদের নিয়ে নয়', রাজ্যকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/499dbf5d328e53d92a1c6d955616d83c1739898543787535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)