প্রার্থী তালিকা প্রকাশ হতেই অস্বস্তিতে বিজেপি, আনন্দ লাইভে দেখুন বিভিন্ন জেলার গুরুত্বপূর্ণ খবর
রবিবার তৃতীয় ও চতুর্থ দফার ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। সিঙ্গুর (Singur) থেকে বিজেপির প্রার্থী রবীন্দ্রনাথ ভট্টাচার্য (Rabindranath Bhattacharya)। সম্প্রতি তৃণমূল কংগ্রেসে টিকিট না পেয়ে গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন বিদায়ী বিধায়ক। প্রার্থী তালিকা ঘোষণা হতেই বিক্ষোভ দেখাতে শুরু করেন সিঙ্গুরের বিজেপি সমর্থকরা। গেরুয়া শিবিরের সমর্থকরা রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে তৃণমূলের দালাল বলেও অভিযোগ তুলেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। বিজেপির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করলেন শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee) ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Baisakhi Banerjee)। আজই বেহালা পূর্ব কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। সেখানে তৃণমূলের রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিনেত্রী পায়েল সরকারকে প্রার্থী করেছে বিজেপি। এই কেন্দ্র থেকেই লড়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন শোভন। সূত্রের খবর, ইতিমধ্যেই নেতৃত্বকে দলের সব পথ থেকে অব্যাহতি চেয়ে চিঠি পাঠিয়েছেন শোভন-বৈশাখী।