ফটাফট: রাজস্থানে Congress-কে টেক্কা BJP-র, কৃষি আইন নিয়ে কেন্দ্রকে তোপ Mamata-র, সঙ্গে অন্য খবর
গভীর রাতে জ্ঞান ফিরেছে Buddhadeb Bhattacharya-র। তাঁকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। তাঁর ভেন্টিলেশনের মাত্রা ধীরে ধীরে কমানো হবে বলে জানানো হচ্ছে। সকাল ১০টার সময় মেডিক্যাল বোর্ড বসবে, তারপর নেওয়া হবে পরবর্তী পদক্ষেপ। হাসপাতাল জানাচ্ছে, তাঁর রিপোর্টে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ ৪২। ৫ চিকিৎসকের মেডিক্যাল টিম গঠন। তাঁকে দেখতে হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী। গেলেন রাজ্যপাল, বিমান, সূর্য, সুজন, ফিরহাদ। নাড্ডার বঙ্গ সফরের সূচনা হল বিক্ষোভ আর বাগযুদ্ধ দিয়ে। বিক্ষোভ-পাল্টা বিক্ষোভে উত্তপ্ত হেস্টিংস চত্বর। ভোটে জিততে গুন্ডা আনছে RSS-BJP, বহিরাগত তত্ত্বে চড়া সুর মমতার, শ্যামাপ্রসাদের প্রসঙ্গ তুলে পাল্টা নাড্ডা। CAA নিয়ে প্রতারণা করছে বিজেপি। বাংলায় NPR-NRC করতে দেব না, বনগাঁয় গিয়ে চ্যালেঞ্জ মুখ্যমন্ত্ৰীর। কৃষি আইন নিয়েও কেন্দ্রকে তোপ মমতার। কৃষকরা যে বিজেপির পাশে, রাজস্থানের গ্রামীণ এলাকার ভোট তার প্রমাণ, পাল্টা নাড্ডা। দেশজুড়ে কৃষক আন্দোলনের মধ্যে রাজস্থানে কংগ্রেসকে টেক্কা বিজেপির। উত্তরকন্যা অভিযানে অশান্তি ছড়ানোর অভিযোগ, কৈলাস-দিলীপদের বিরুদ্ধে এফআইআর। আটকাতে না পেরে আক্রান্তদের বিরুদ্ধেই মামলা, কটাক্ষ বিজেপির। বদলি বিতর্কের জেরে চাকরি থেকেই ইস্তফা বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের।