ফটাফট: দল হিসেবে এক নম্বরে থেকেও ‘ট্র্যাজিক হিরো’ তেজস্বী, সঙ্গে অন্যান্য খবর
প্রায় সাড়ে সাত মাস পর আজ থেকে রাজ্যে শুরু হল লোকাল ট্রেন পরিষেবা। প্রতিদিন দক্ষিণ-পূর্ব ও পূর্ব রেল মিলিয়ে রাজ্যে ৬৯৬টি লোকাল চলবে।
হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বিধানসভা ভোটে জয়ী এনডিএ। তবে জেডিইউ-র থেকেও বেশি আসনে জিতেছে বিজেপি। গতবারের মতো এবারেও বিহারের ফার্স্ট বয় সেই লালু প্রসাদের দল আরজেডি। বিহার ভোটের পরই বাংলায় জেতার হুঙ্কার বিজেপির।
জল্পনা এবার সরাসরি সংঘাতে। মমতার ছবি ছাড়াই নন্দীগ্রাম দিবসে শুভেন্দুর সভা, পাল্টা হাজরাকাটায় ফিরহাদরা। রবীন্দ্রনাথ ভট্টাচার্যের পর কৃষ্ণচন্দ্র সাঁতরা, হুগলিতে ফের এক তৃণমূল বিধায়কের বিদ্রোহ।
রবীন্দ্র ও সুভাষ সরোবরে নিষিদ্ধ ছটপুজো। বাজি বিক্রি হলে ক্রেতার সঙ্গে বিক্রেতার বিরুদ্ধেও পদক্ষেপ, নির্দেশ হাইকোর্টের। করোনা আক্রান্ত রাজ্য পুলিশের ডিজি। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৩ হাজার ৮৯১। ৫৩ জনের মৃত্যু। সংক্রমণে শীর্ষে কলকাতা, মৃত্যুতে উত্তর ২৪ পরগনা। সুস্থতার হার ৯০ শতাংশ।
কর্ণাটক থেকে এনআইএর হাতে গ্রেফতার লস্কর জঙ্গি। আনা হচ্ছে কলকাতায়।