J P Nadda Convoy Attack: মুখ্যসচিব-রাজ্য পুলিশের ডিজিকে তলবের অধিকার দিল্লির নেই, দাবি তৃণমূলের, কী বলছে আইন?
জে পি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় তৎপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। রাজ্যের মুখ্যসচিব এবং ডিজিপিকে ১৪ ডিসেম্বর দিল্লিতে তলব। সূত্রের দাবি, নাড্ডার কনভয়ে যথেষ্ট নিরাপত্তা ছিল না বলে রিপোর্ট দেন রাজ্যপাল। রাজ্য সরকার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে, তাই উপস্থিতি থেকে অব্যাহতি দেওয়া হোক- কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবকে চিঠি মুখ্যসচিবের।
প্রশাসন সূত্রে খবর, কনভয়ে হামলার ঘটনায় রাজ্যপালের কাছে রিপোর্ট চেয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রক। তারপর রিপোর্ট পাঠান জগদীপ ধনকড়। সেই রিপোর্টের ভিত্তিতেই মুখ্যসচিব ও ডিজিপি-কে দিল্লিতে নজিরবিহীন তলব করা হয়। যদিও, কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবকে পাল্টা চিঠি দিয়ে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাজ্য সরকার গোটা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে। তাই আমাদের উপস্থিতি থেকে অব্যাহতি দেওয়া হোক।

















