এক্সপ্লোর
Local Train Service Resume in Bengal: ‘নো মাস্ক নো টিকিট’, করোনা-বিধি মানতে পোস্টার খড়গপুর স্টেশনে
সাড়ে সাত মাস পর আজ থেকে রাজ্যে শুরু হল লোকাল ট্রেন পরিষেবা। সোনারপুর স্টেশনে টিকিট কাউন্টারে লম্বা লাইন। করোনা বিধি মানার জন্য যাত্রীদের সতর্ক করছেন নিরাপত্তা কর্মীরা। ট্রেনে সামাজিক দূরত্ব মেনেই বসেছেন যাত্রীরা। স্টেশনে নির্দিষ্ট করা হয়েছে প্রবেশ এবং বাইরে যাওয়ার রাস্তা। নিরাপত্তারক্ষীদের তৎপরতা চোখে পড়ার মতো। মাস্ক ছাড়া কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না। অন্যদিকে খড়গপুর স্টেশনে ‘নো মাস্ক নো টিকিট’ পন্থা। হচ্ছে মাইকিং। ভোর ৫টা শুরু হয়েছে লোকাল ট্রেন পরিষেবা।
আরও দেখুন

















