এক্সপ্লোর
ব্যারাকপুর স্টেশন চত্বরের ছবিটা ঠিক কীরকম?
রাজ্যে সাড়ে সাত মাস পরে গড়িয়েছে লোকালের চাকা। আজ তার দ্বিতীয় দিন। ব্যারাকপুর স্টেশনে ট্রেনের ভিতরের ছবি তুলে ধরল এবিপি আনন্দের প্রতিনিধি। থিকথিকে ভিড় না থাকলেও যথেষ্ট সংখ্যায় যাত্রী সফর করছেন। ট্রেনের কামরায় সামাজিক দূরত্ববিধি অনুযায়ী নিয়মনীতি মানা না গেলেও যাত্রীরা অবশ্য চেষ্টা চালাচ্ছেন যতটা সতর্ক থাকা যায়। তবে একটা বিষয় পরিষ্কার, ট্রেন সংখ্যা না বাড়লে বদলাবে না চিত্রটা। তাই ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবি উঠছে যাত্রীদের তরফে। সকলেেই আজ রেল-রাজ্য বৈঠকের দিকে তাকিয়ে।
আরও দেখুন

















