এক্সপ্লোর
গাড়ি ঘিরে ফেলে বেপরোয়া গুলিবৃষ্টি! এবিপি আনন্দর হাতে টিটাগড়কাণ্ডের সিসিটিভি ফুটেজ
সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে বিজেপি নেতা মণীশ শুক্লার আততায়ীদের ছবি। রবিবার ঠিক কীভাবে হানা দিয়েছিল মোটরবাইক আরোহী দুষ্কৃতীরা। সেই ছবি এবিপি আনন্দর হাতে। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে, টিটাগড় থানার ঢিল ছোড়া দূরত্বে সেদিন মণীশের গাড়ি ঘিরে ফেলে আততায়ীরা। জনবহুল রাস্তায় সকলের সামনেই বিজেপি নেতাকে পরপর গুলি করে তারা।
আরও দেখুন

















