(Source: ECI/ABP News/ABP Majha)
Morning Headlines: ‘সবার জন্য Swasthya Sathi’, ঘোষণা মমতার, আরও জোরালো TMC-রাজ্যপাল সংঘাত
স্বাস্থ্য বিমা না থাকলে এবার সবার জন্য স্বাস্থ্যসাথী, ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একুশের ভোটের আগে সবার জন্য স্বাস্থ্যসাথী মমতার, ঋণের ভারে ধুঁকছে রাজ্য, শুধুই মিথ্যে প্রতিশ্রুতি, কটাক্ষ BJP-র। কাটমানি খাওয়ার ছক, অভিযোগ CPM-র। জল্পনার মধ্যেই HRBC-র চেয়ারম্যানের পদ ছাড়লেন Suvendu Adhikari, নতুন চেয়ারম্যান Kalyan Banerjee। কেন ইস্তফা? প্রতিক্রিয়া মেলেনি পরিবহণমন্ত্রীর। তৃণমূলে জায়গা নেই, ছিন্ন করতে চাই সম্পর্ক। নেতৃত্বের বিরুদ্ধে অসম্মানের অভিযোগে ফের বিস্ফোরক কোচবিহারের বিধায়ক। এখনও দলের বিধায়ক, দাবি নেতৃত্বের। রাজ্যপালের সঙ্গে আরও সংঘাতে TMC। পাহাড় প্রমাণ ব্যর্থতা ঢাকতে চলছে কুরুচিকর প্রচার, এতে লাভ কিছু হবে না, কল্যাণের আক্রমণের জবাব রাজ্যপালের। এখনও কেন চালু হল না Majherhat Bridge, প্রশ্ন তুলে হঠাৎ পথে বিজেপি। পুলিশের সঙ্গে ধ্বস্তাধস্তি, লাঠিচার্জ। গ্রেফতার করা হয়েছে Kailash Vijayvargiya-কে, দাবি বিজেপির। নিজেই উথেছিলেন, নিজেই নেমেছেন, পাল্টা পুলিশ। তারাতলায় বিজেপির পাল্টা মিছিল তৃণমূলের। বারবার বলেও মেলেনি রেলের অনুমতি, তাই ৯ মাস দেরি, দাবি মমতার। সেফটি সার্টিফিকেটই তো দেয়নি রাজ্য, পাল্টা রেল। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৩ হাজার ৫০৭। ৫২ জনের মৃত্যু। করোনা আক্রান্ত সিপিএমের রাজ্যসভার সাংসদ Bikash Bhattacharya। ফের মোদির মুখে ‘এক দেশ এক ভোট’। ফুটবলের রাজপুত্রের মৃত্যুতে Argentina-য় তিনদিনের জাতীয় শোক।