এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
Dead or Alive: কোভিড হাসপাতাল থেকে জীবিতকে বলা হল মৃত! বিরাটির ঘটনা নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা
কোভিড হাসপাতালের নথিতে তিনি মৃত! শ্রাদ্ধের দু’দিন আগে সেই তিনিই কিনা দিব্যি হেঁটে ফিরলেন বিরাটির বাড়িতে! খড়দার এক করোনা আক্রান্ত রোগীর সঙ্গে নথি অদলবদলের জের। অস্বস্তির মুখে ভুল স্বীকার করলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক। গাফিলতি কার? জানতে গঠন করা হয়েছে চার সদস্যের তদন্ত কমিটি।
কোভিড হাসপাতাল থেকে জীবিতকে বলা হল মৃত! আর মৃতকে জীবিত! বিরাটির ঘটনা নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা। বিজেপির অভিযোগ, মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে রাজ্য সরকার। কটাক্ষ করেছে সিপিএমও। তৃণমূলের অবশ্য দাবি, অন্যান্য রাজ্যের তুলনায় বাংলার পরিস্থিতি ভাল।
উত্সব শেষ, চালু হয়েছে লোকাল ট্রেন। কী অবস্থায় বাংলার সংক্রমণ? আগামী দিনে কি বেড়ে যেতে পারে বঙ্গের করোনা সংক্রমণের ছবিটা? কী বলছেন বিশেষজ্ঞরা?
দিল্লি, গুজরাত, মধ্যপ্রদেশের মতো একাধিক রাজ্যে ফের ঊর্ধ্বমুখী করোনার সংক্রমণ। দুই রাজ্যে ইতিমধ্যেই চালু হয়েছে নাইট কার্ফু। রাজস্থানে ১৪৪ ধারা। দুধ, ওষুধ, সবজি, মাংস সহ নিত্যপ্রয়োজনীয় জিনিস ছাড়া, রবিবার সব দোকান ও বাজার বন্ধ সিমলায়। তাহলে কি ভারতেও আছড়ে পড়ল করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ?
কোভিড হাসপাতাল থেকে জীবিতকে বলা হল মৃত! আর মৃতকে জীবিত! বিরাটির ঘটনা নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা। বিজেপির অভিযোগ, মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে রাজ্য সরকার। কটাক্ষ করেছে সিপিএমও। তৃণমূলের অবশ্য দাবি, অন্যান্য রাজ্যের তুলনায় বাংলার পরিস্থিতি ভাল।
উত্সব শেষ, চালু হয়েছে লোকাল ট্রেন। কী অবস্থায় বাংলার সংক্রমণ? আগামী দিনে কি বেড়ে যেতে পারে বঙ্গের করোনা সংক্রমণের ছবিটা? কী বলছেন বিশেষজ্ঞরা?
দিল্লি, গুজরাত, মধ্যপ্রদেশের মতো একাধিক রাজ্যে ফের ঊর্ধ্বমুখী করোনার সংক্রমণ। দুই রাজ্যে ইতিমধ্যেই চালু হয়েছে নাইট কার্ফু। রাজস্থানে ১৪৪ ধারা। দুধ, ওষুধ, সবজি, মাংস সহ নিত্যপ্রয়োজনীয় জিনিস ছাড়া, রবিবার সব দোকান ও বাজার বন্ধ সিমলায়। তাহলে কি ভারতেও আছড়ে পড়ল করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ?
আরও দেখুন
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement
Advertisement
ট্রেন্ডিং
Advertisement