এক্সপ্লোর
Advertisement
West Bengal Elections 2021: হারাতে ষড়যন্ত্র দলের একাংশের, বিস্ফোরক প্রবীর ঘোষাল, ছাড়লেন হুগলি জেলা তৃণমূল মুখপাত্র ও কোর কমিটির পদ
দলের জেলা মুখপাত্র ও কোর কমিটি থেকে ইস্তফা দিলেন উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক। তবে সাধারণ মানুষের সমস্যার কথা মাথায় রেখে, এখনই বিধায়ক পদ ছাড়ছেন না বলে জানিয়েছেন প্রবীর ঘোষাল। পাশাপাশি, দলত্যাগও করছেন না বলে তিনি জানিয়েছেন। এদিন সাংবাদিক বৈঠকে দলের গোষ্ঠীদ্বন্দ্বের কথা স্বীকার করেন প্রবীর ঘোষাল। বলেন, দলনেত্রীর কথা কেউ শুনছে না। পাশাপাশি, এদিন ফের একবার দলের একাংশ তাঁকে হারানোর ষড়যন্ত্র করছে বলে দাবি করেন উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক। এরপরই তৃণমূলের তরফে দলবিরোধী কাজের জন্য প্রবীর ঘোষালকে শোকজ করা হয়। পাশাপাশি, তাঁকে সতর্কও করা হয়েছে।
বেশ কিছুদিন ধরেই দলের বেসুরো প্রবীর ঘোষাল। গতকাল পুরশুড়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাতেও গরহাজির ছিলেন তিনি। এর আগেও দলের একাংশ তাঁকে নির্বাচনে হারাতে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক।
বেশ কিছুদিন ধরেই দলের বেসুরো প্রবীর ঘোষাল। গতকাল পুরশুড়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাতেও গরহাজির ছিলেন তিনি। এর আগেও দলের একাংশ তাঁকে নির্বাচনে হারাতে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক।
Tags :
Prabir Ghoshal Hooghly WB Elections WB Election 2021 WB Elections 2021 TMC West Bengal Assembly Elections West Bengal Assembly Elections 2021 WB Polls 2021 WB Election WB Polls West Bengal Election West Bengal Elections West Bengal Election 2021 West Bengal Elections 2021 West Bengal Assembly Electionআরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement