এক্সপ্লোর
বিধাননগরে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি শুদ্ধিকরণ কর্মসূচি সায়ন্তনের, 'ভোটের আগে রাজনীতি', খোঁচা তৃণমূলের
ভোটের আগে রবীন্দ্রনাথের মূর্তি পরিষ্কার নিয়ে রাজনীতি। এদিন সল্টলেক এবি ব্লকে রবীন্দ্রনাথের মূর্তি শুদ্ধিকরণ কর্মসূচি ছিল বিজেপির। উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির নেতা সায়ন্তন বসু। বিজেপি নেতার দাবি, 'মূর্তি প্রতিষ্ঠা করলেও, নিয়মিত পরিষ্কার হয় না। উদাসীন বিধাননগর পুরসভা।' দমকল মন্ত্রী তথা স্থানীয় তৃণমূল বিধায়ক সুজিত বসুর কটাক্ষ, 'ভোটের আগে রাজনীতি করছে বিজেপি।'
আরও দেখুন

















