এক্সপ্লোর
Advertisement
Mamata Banerjee: খনি এলাকার ২৯ হাজার পরিবারকে পুনর্বাসন, ঘোষণা মুখ্যমন্ত্রীর
‘রানিগঞ্জ দুর্ঘটনাপ্রবণ এলাকা, যেকোনও মুহূর্তে ধস নামতে পারে। আমাদের সরকার আসার পর বাসিন্দাদের পুনর্বাসনের কথা ভাবি। ২৯ হাজার পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা করেছি। অন্ডাল, জামুড়িয়া, বারাবনি ব্লকে প্রথম দফায় ৯ হাজার পরিবার পাবে ফ্ল্যাট। ৫,৮৩৬ পরিবার এয়ারপোর্টের জন্য জমি দিয়েছিলেন। তাঁদের জন্য জমির ব্যবস্থা করা হয়েছে। ৩,৭০০ পরিবারের পাশে আমরা দাঁড়াতে পেরেছি। বিএলআরও-দের বলছি, কৃষকদের ঘোরাবেন না। দুয়ারে সরকারে আসুন, আবেদন দিন, কৃষকবন্ধু হয়ে যান। যারা কন্যাশ্রী পায়নি, তাদের বলছি, সবাই সুবিধা পাবে। অপপ্রচার নয়, ঝড়ের বেগে উন্নয়ন চাই। বিজেপি নিজে মিছিল করে নিজেই লোক মারে। বিজেপি মিথ্যা বলে ঝড়ের বেগে। আমাদের সরকারই থাকবে, আপনাদের বিনামূল্যে রেশন দেব। রেল বেসরকারিকরণ, ব্যাঙ্ককে উঠিয়ে দিচ্ছে, কোথায় যাবে গরিবরা? আসানসোলে জিতে কী দিয়েছে বিজেপি?’
বিজেপির সঙ্গেই আছে কয়লা মাফিয়া।’ রানিগঞ্জে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এর আগে আজ পশ্চিম মেদিনীপুরের জেলাশাসকের দফতরে দুয়ারে সরকার ক্যাম্পে হাজির খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। ক্যাম্পে গিয়ে কথা বললেন লাইনে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের সঙ্গে। শুনলেন অভাব অভিযোগ। প্রায় ১০ মিনিট দুয়ারের সরকারের এই ক্যাম্পে ছিলেন তিনি। তার পর তিনি মেদিনীপুর পুলিশ লাইনে চলে যান।
এদিকে, দুয়ারে সরকার কর্মসূচিতে ক্যাম্প বাড়ানোর সিদ্ধান্ত সরকারের। নবান্ন সূত্রে খবর, ক্যাম্প বাড়িয়েও চাহিদা সামাল দেওয়া না গেলে প্রয়োজনে বাড়িতে বাড়িতে বিভিন্ন সরকারি প্রকল্পের ফর্ম বিলি করা হবে। নবান্ন সূত্রে খবর, দুয়ারে সরকার কর্মসূচিতে মানুষের অংশগ্রহণ বাড়ছে। বিশেষ করে চাহিদা বাড়ছে স্বাস্থ্য সাথী প্রকল্পের। এই পরিস্থিতিতে প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজেপির সঙ্গেই আছে কয়লা মাফিয়া।’ রানিগঞ্জে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এর আগে আজ পশ্চিম মেদিনীপুরের জেলাশাসকের দফতরে দুয়ারে সরকার ক্যাম্পে হাজির খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। ক্যাম্পে গিয়ে কথা বললেন লাইনে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের সঙ্গে। শুনলেন অভাব অভিযোগ। প্রায় ১০ মিনিট দুয়ারের সরকারের এই ক্যাম্পে ছিলেন তিনি। তার পর তিনি মেদিনীপুর পুলিশ লাইনে চলে যান।
এদিকে, দুয়ারে সরকার কর্মসূচিতে ক্যাম্প বাড়ানোর সিদ্ধান্ত সরকারের। নবান্ন সূত্রে খবর, ক্যাম্প বাড়িয়েও চাহিদা সামাল দেওয়া না গেলে প্রয়োজনে বাড়িতে বাড়িতে বিভিন্ন সরকারি প্রকল্পের ফর্ম বিলি করা হবে। নবান্ন সূত্রে খবর, দুয়ারে সরকার কর্মসূচিতে মানুষের অংশগ্রহণ বাড়ছে। বিশেষ করে চাহিদা বাড়ছে স্বাস্থ্য সাথী প্রকল্পের। এই পরিস্থিতিতে প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
জেলার
লাইফস্টাইল-এর
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement