এক্সপ্লোর
Advertisement

BJP vs TMC: রাজ্যের শাসক দলের ‘দুয়ারে সরকার’-এর পাল্টা হিসাবে ‘আর নয় অন্যায়’ কর্মসূচি রাজ্য বিজেপির
বিধানসভা নির্বাচনের আগে ভোটারদের ঘরে ঘরে পৌঁছতে চাইছে বিজেপি। রাজ্যের শাসক দলের ‘দুয়ারে সরকার’-এর পাল্টা হিসাবে ‘আর নয় অন্যায়’ কর্মসূচির ঘোষণা করেছে রাজ্য বিজেপি। আগামী শনিবার থেকে রাজ্যজুড়ে বিজেপির ‘আর নয় অন্যায়’ কর্মসূচি চালু হওয়ার কথা। আজ সাংবাদিক বৈঠকে এ কথা ঘোষণা করেছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। তবে তার ২ দিন আগেই উত্তর দিনাজপুরের এই কর্মসূচির সূচনা করে দিল বিজেপি। এদিন রায়গঞ্জের ৭ নং ওয়ার্ডের খরমুজা ঘাট এলাকায় বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিলি করেন বিজেপি নেতা-কর্মীরা। লিফলেটে তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থেকে শুরু করে হিংসার উল্লেখ করা হয়েছে। রয়েছে বিজেপির ভবিষ্যৎ কর্মসূচির উল্লেখ। লিফলেটে একটি মোবাইল নম্বরও দেওয়া রয়েছে। সেখানে ফোন করে সমস্যার কথা জানাতে বলা হয়েছে। ’২১-এর ভোটের আগে জন সংযোগ বাড়াতেই এই কর্মসূচি বলে দাবি করেছে পদ্ম শিবির।
আজ বালিগঞ্জে দলীয় কর্মসূচিতে তৃণমূলকে আক্রমণ করেন দিলীপ। তিনি বলেন, ‘লোকসভায় বিজেপি ১৮টি আসন পেয়েছে। ২০২০-তে দেখবেন বিজেপি কী জিনিস। ২০১৯-এ হাফ, ২০২১-এ সাফ তৃণমূল। ভাইপো পছন্দ না হলে খোকাবাবু বলা হোক। বাংলার মানুষ বিজেপির পাশে। এখন কত ‘সাথী’ প্রকল্প, কিন্তু মানুষ পাচ্ছে কই? সব ক্ষেত্রে দুর্নীতি, মানুষের ভোট এবার পাবে না তৃণমূল। কতজন স্বাস্থ্যসাথীর সুবিধা পেয়েছেন? বিজেপি নেতারা বাইরে থেকে আসছেন, তাদের বহিরাহত বলা হচ্ছে। তাহলে শাহরুখ খান কী ? বহিরাগত নয়। সরকারও কন্ট্রোলে নেই, দলও কন্ট্রোলে নেই। তৃণমূলের রাজত্বে মহিলাদের সম্মান কই? ধৰ্ষণ-খুনে এগিয়ে বাংলা, বিজেপির আমলে ‘এগিয়ে’ বাংলা হবে। গুজরাতের মতো পরিকাঠামো হোক বাংলায়। রাজ্যে যে সব জমি পড়ে আছে সেখানে শিল্প হবে। ১২ বছর ধরে ইনফোসিসের জমি পড়ে আছে। অনেক টাকার মউ সাক্ষর হয়, বিনিয়োগ আসে না। রাজ্যে সুশাসন নিয়ে আসতে হবে।’
আজ বালিগঞ্জে দলীয় কর্মসূচিতে তৃণমূলকে আক্রমণ করেন দিলীপ। তিনি বলেন, ‘লোকসভায় বিজেপি ১৮টি আসন পেয়েছে। ২০২০-তে দেখবেন বিজেপি কী জিনিস। ২০১৯-এ হাফ, ২০২১-এ সাফ তৃণমূল। ভাইপো পছন্দ না হলে খোকাবাবু বলা হোক। বাংলার মানুষ বিজেপির পাশে। এখন কত ‘সাথী’ প্রকল্প, কিন্তু মানুষ পাচ্ছে কই? সব ক্ষেত্রে দুর্নীতি, মানুষের ভোট এবার পাবে না তৃণমূল। কতজন স্বাস্থ্যসাথীর সুবিধা পেয়েছেন? বিজেপি নেতারা বাইরে থেকে আসছেন, তাদের বহিরাহত বলা হচ্ছে। তাহলে শাহরুখ খান কী ? বহিরাগত নয়। সরকারও কন্ট্রোলে নেই, দলও কন্ট্রোলে নেই। তৃণমূলের রাজত্বে মহিলাদের সম্মান কই? ধৰ্ষণ-খুনে এগিয়ে বাংলা, বিজেপির আমলে ‘এগিয়ে’ বাংলা হবে। গুজরাতের মতো পরিকাঠামো হোক বাংলায়। রাজ্যে যে সব জমি পড়ে আছে সেখানে শিল্প হবে। ১২ বছর ধরে ইনফোসিসের জমি পড়ে আছে। অনেক টাকার মউ সাক্ষর হয়, বিনিয়োগ আসে না। রাজ্যে সুশাসন নিয়ে আসতে হবে।’
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ক্রিকেট

Advertisement