Coronavirus Update: সংক্রমণে লাগাম টানাতে ২৫১টি নতুন মাইক্রো কনটেনমেন্ট জোনের সিদ্ধান্ত রাজ্যের
বাংলায় করোনা সংক্রমণ নিম্নমুখী হলেও, এখনও বেশ কিছু এলাকা প্রশাসনের মাথাব্যথা। সংক্রমণে লাগাম টানাতে সেই সব এলাকাকে মাইক্রো কনটেনমেন্ট জোনের আওতায় আনা হয়েছে। ১৬ জেলায় তৈরি করা হয়েছে ২৫১টি জোন।
করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রভাব কিছুটা কমায়, লকডাউন শিথিল হয়েছে দিল্লি, কর্ণাটক, উত্তরপ্রদেশ-সহ বেশ কিছু রাজ্যে। আর এতেই সিঁদুরে মেঘ দেখছেন বিশেষজ্ঞরা। আগামী ছয় থেকে আট সপ্তাহের মধ্যে করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করছেন খোদ এইমসের ডিরেক্টর।
বাংলায় কার্যত লকডাউন চললেও, দৈনিক মৃত্যু ও সংক্রমণ ক্রমশ নিম্নমুখী হওয়ায় কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। সংক্রমণের হার কমলেও, এখনও বেশ কিছু এলাকার পরিস্থিতি নিয়ে রয়েছে উদ্বেগ। যেখানকার সংক্রমণের হার অনেকটাই বেশি। এই পরিস্থিতিতে ১৬ জেলায় ২৫১টি মাইক্রো কনটেনমেন্ট জোনের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। যেসব জায়গায় এখনও প্রকোপ রয়েছে সেখানে মাইক্রো কনটেনমেন্ট জোন করা হয়েছে। উল্লেখ্য, গতকালই কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা মুখ্যসচিবদের চিঠিতে জানিয়েছেন, কোনও ছোট অঞ্চল বা এলাকায় সংক্রমণের অবস্থা বুঝে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের গাইডলাইন অনুযায়ী স্থানীয় কনটেইনমেন্ট জোন করা যাবে।