Covid Vaccine: নেতাদের সুপারিশ মতো ভ্যাকসিনেশন চলছে, ঘাটাল মহকুমা হাসপাতালে বেনয়িমের অভিযোগ বিজেপির
পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমা হাসপাতালে করোনার ভ্যাকসিনেশনে বেনয়িমের অভিযোগ তুলে সরব হল বিজেপি। তৃণমূলের নাম না করে, ঘাটালের বিজেপি বিধায়কের অভিযোগ, কিছু নেতার সুপারিশ মতো ভ্যাকসিনেশন চলছে হাসপাতালে। অভিযোগ অস্বীকার করেছেন হাসপাতাল সুপার। বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল।
রাজ্যে করোনা ভ্যাকসিনের অভাব নিয়ে কেন্দ্রকে লাগাতার নিশানা করছেন মুখ্যমন্ত্রী। গত ১৫ জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ভ্যাকসিন আমাদের প্রয়োজন ১৪ কোটি। আজ পর্যন্ত পেয়েছে ২.১২ কোটি। যদিও পশ্চিমবঙ্গ-সহ বিরোধী-শাসিত রাজ্যগুলিতে কম টিকা পাঠানোর অভিযোগ অস্বীকার করেছে স্বাস্থ্যমন্ত্রক। বিতর্কের এই আবহে রাজ্যের বিরুদ্ধে ভ্যাকসিন বণ্টনে বেনিয়ম ও দুর্নীতির অভিযোগে সরব হলেন ঘাটালের বিজেপি বিধায়ক। তৃণমূলের নাম না করে তাঁর অভিযোগ, কিছু নেতার সুপারিশ মতো ভ্যাকসিনেশন চলছে ঘাটাল মহকুমা হাসপাতালে।