App Cab Fare: এবার অ্যাপ ক্যাবে উঠলেই প্রতি কিলোমিটারে ভাড়া ১৪.৭০ টাকা
এবার করোনা (Corona) আবহে ভাড়া বাড়ল অ্যাপ ক্যাবের (App Cab)। প্রতি কিলোমিটারে ১০ টাকার পরিবর্তে এবার থেকে দিতে হবে ১৪ টাকা ৭০ পয়সা। টাইম চার্জ (Time Charge) কিছুটা কমিয়ে ১ টাকা করা হয়েছে। সব মিলিয়ে ১৫ শতাংশ ভাড়া বাড়ল অ্যাপ ক্যাবের। অ্যাপ ক্যাব সংস্থাগুলির দাবি, যেভাবে তেলের দাম বাড়ছে তাতে খরচের কথা মাথায় রেখে এই ভাড়াবৃদ্ধি করা হয়েছে।
পাশাপাশি, লেকটাউনে (Lake Town) শ্রীভূমির কাছে দুর্ঘটনা। ডিভাইডারে ধাক্কা লেগে উল্টে গেল গাড়ি। ভোর পাঁচটা নাগাদ ভিআইপি রোডে (VIP Road) ঘটে এই দুর্ঘটনা। লেকটাউন থেকে উল্টোডাঙা (Ultadanga) যাওয়ার পথে ডিভাইডারে ধাক্কা মেরে গাড়িটি উল্টে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়ির চালক-সহ চারজন আরোহী পালিয়ে যান। এক যাত্রীকে আটক করেছে পুলিশ (Police)। কীভাবে দুর্ঘটনা, গাড়ির চালক-সহ চারজন আরোহী পালিয়ে গেলেন কেন, তা খতিয়ে দেখা হচ্ছে।

ট্রেন্ডিং
সেরা শিরোনাম
