Bengal District News: উত্তর ২৪ পরগনায় ডেঙ্গিতে আক্রান্ত ৪৪
উত্তর ২৪ পরগনায় (North 24 Pargana) এখনও পর্যন্ত ডেঙ্গিতে (Dengue) আক্রান্ত হয়েছেন ৪৪ জন। সচেতনতামূলক কাজের জন্যই ২০১৯-২০-র তুলনায় ভাল পরিস্থিতি, দাবি প্রশাসনের। অন্যদিকে তৃণমূলের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ বিজেপির (BJP) বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতির। পাল্টা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা বলে দাবি করেছে তৃণমূল। তৃণমূলের দাবিকে সমর্থন করেছেন বনগাঁর এক বর্ষীয়ান বিজেপি নেতা।
বারাসাতে (Barasat) ব্যাঙ্কের অস্থায়ী কর্মীর রহস্যমৃত্যু। উদ্ধার ঝুলন্ত মৃতদেহ। পরিবারের দাবি, ৪৩ লক্ষ টাকা আর্থিক তছরুপের অভিযোগে গ্রেফতার করা হয় যুবককে। পরে জামিনে ছাড়া পান। অপবাদের জেরে অবসাদে আত্মহত্যা বলে দাবি, মিলেছে সুইসাইড নোট। আসল বলে নকল স্বর্ণমুদ্রা গছিয়ে এবার ১২ লক্ষ টাকা হাতানোর অভিযোগ। প্রতারণার ফাঁদে তৃণমূল নেতা ও রাণাঘাট (Ranaghat) পুরসভার ওয়ার্ড কোঅর্ডিনেটর। দ্বারস্থ পুলিশের।