West Bengal Politics: তৃণমূল নেতার বিরুদ্ধেই হামলার অভিযোগ সিদ্দিকুল্লা চৌধুরীর
তৃণমূল নেতার বিরুদ্ধেই হামলার অভিযোগ মন্ত্রীর! উত্তর ২৪ পরপনার ন্যাজাটে ত্রাণ বিলির সময় ‘হামলা’। সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানের নেতৃত্বে হামলার অভিযোগ। গ্রন্থাগারমন্ত্রীর উপর হামলা, দেহরক্ষীকেও হেনস্থার অভিযোগ। ১৬ জুলাই ন্যাজাটে ত্রাণ বিলিতে বাধা, হামলার অভিযোগ। বসিরহাটের পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ সিদ্দিকুল্লা চৌধুরীর। নিজেদের ব্যাপার, আলোচনা করে মিটিয়ে নেব, বললেন জ্যোতিপ্রিয় মল্লিক। মন্ত্রী হয়ে নিম্নরুচির কাজ করেছেন, পাল্টা মামলা করব, সিদ্দিকুল্লার বিরুদ্ধে পাল্টা অভিযোগ তৃণমূল নেতা শেখ শাহজাহানের।
আজ বিজেপি নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, "হরিণঘাটার মেট্রো ডেয়ারির শেয়ার বিক্রি করছে রাজ্য সরকার। মেট্রো ডেয়ারির শেয়ার বিক্রির তদন্ত করছে ইডি (ED)। অনেক রাঘববোয়ালের নাম তদন্তে বেরোবে। মাত্র ৮৫ কোটি টাকায় রাজ্যের শেয়ার বিক্রি করা হয়েছে। ১৫ দিন পরে মাত্র ১৫% শেয়ার ৫০০ কোটি টাকায় বিক্রি। হলদিয়া পেট্রোকেমিক্যালে রাজ্যের শেয়ার আগেই বিক্রি। কলকাতায় ট্রামের সব জমি প্রোমোটারদের কাছে বিক্রি করা হচ্ছে। ইলেকশন বন্ডে বা কালো টাকায় প্রোমোটারদের বিক্রি করা হচ্ছে। অন্ডাল বিমানবন্দরে ৪০০ কোটি টাকা অন্য সংস্থাকে দেওয়া হচ্ছে। অথচ ডিপিএল (DPL) বাঁচানোর জন্য ঋণ নেওয়া যায় না। এখন রাজ্যের ঋণের পরিমাম ৪ লক্ষ ৮৪ হাজার কোটি টাকা। এই মুখ্যমন্ত্রী শিল্পায়নের কথা জানেন না। রাজ্যের অধীনে থাকা লিলি বিস্কুটের মতো বহু সংস্থা বিক্রি।"
তিনি আরও বলেন, "জাল ভ্যাকসিন পৃথিবীর কোথাও হয়নি, এমপিও নিয়ে নিচ্ছে। এই সরকারের আমলে সব ভুয়ো আইপিএস (Fake IAS), ভুয়ো আইনজীবী। সব জায়গায় বলে দিয়েছে, করোনা রিপোর্ট কম দেখাতে হবে। নন ইলেকটেড মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন করোনা কম দেখাতে হবে। ৬ মাসের মধ্যে জিতে আসার কথা বলা আছে, তার পরে কী হবে? উত্তরাখণ্ডে আমরা মুখ্যমন্ত্রী বদলে দিয়েছি, এখানে কী হবে? সব জায়গায় পুরনো কমিটির মেয়াদ বাড়িয়ে দিয়েছে। এরা পিছনের দরজা দিয়ে ক্ষমতায় থাকতে চায়। কনস্টেবলের পরীক্ষায় চাকরি পেয়েছে, নিয়োগ নেই। বিক্ষোভ বাড়ছে, বালির বাঁধ দিয়ে এসব আটকাতে পারবে না। আন্তর্জাতিক বাজারের সঙ্গে পেট্রোলের দাম ঠিক করে দিয়েছে ইউপিএ (UPA) সরকার। এখন এই সরকারের কিছু করার নেই। ভোটের সময় ১ টাকা ছেড়েছিল তৃণমূল সরকার।"
![Kolkata News: দমদমে ভয়াবহ লুঠ, বারবার কেন টার্গেট বয়স্করা? ABP Ananda Live](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/dddfde56198237f1c8dfbfb9d61722311739858307536967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![Kolkata News: সেন্ট্রাল অ্যাভিনিউয়ের পর এবার দমদম, ফের লুঠের অভিযোগ। কেন বারবার টার্গেট বয়স্করা?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/d8041f5021c1a27d0bf5c71da4dc4f501739783084213967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![TMC News: মাধ্যমিক পরীক্ষা চলাকালীন তারস্বরে মাইক বাজিয়ে সভা, তৃণমূল নেতাকে নিয়ে বিতর্ক](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/cc8f599fc9d1d9c1384def35a4dc831c1739782716208967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Suvendu Adhikari: 'বিজেপি বিধায়কদের টার্গেট করা হচ্ছে', সাসপেন্ড হতেই রাজ্য সরকারকে নিশানা শুভেন্দুর](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/a5b2c15b257a426b57db3e362bf5ccea1739782313059967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Suvendu Adhikari: বিধানসভা থেকে সাসপেন্ড শুভেন্দু, কাল থেকে ধর্না কর্মসূচি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/ef36dd0c2d8c53d2fee94c2939a51d731739781695666967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)