Bengal Vaccine Update: নেই পর্যাপ্ত ভ্যাকসিন, এখনই গণ টিকাকরণ সম্ভব নয়, জানাল স্বাস্থ্য দফতর
আজ থেকে দেশজুড়ে শুরু হচ্ছে বিনামূল্যে গণ টিকাকরণ (Free Mass Vaccination)। কিন্তু বাংলায় এখনই তা চালু করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে স্বাস্থ্যদফতর। রাজ্যের পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিন (Covid Vaccine) নেই বলে জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে। আপাতত রাজ্যের ৪৫ ঊর্ধ্বদের সাধারণভাবে দেওয়া হচ্ছে ভ্যাকসিন। ১৮ ঊর্ধ্বদের অগ্রাধিকারের ভিত্তিতে ভ্যাকসিন দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী। কোভিড ভ্যাকসিনের যোগান পর্যাপ্ত হলেই রাজ্যে গণ টিকাকরণ শুরু হবে বলে জানানো হয়েছে। প্রসঙ্গত, ১৮ ঊর্ধ্ব সকলকেই বিনামূল্যে কোভিড টিকা দেওয়ার উদ্যোগ নিয়েছে কেন্দ্র। সরকারি ভ্যাকসিনেশন সেন্টারগুলিতে দেওয়া হবে এই ভ্যাকসিন। অন্যদিকে রাজ্যে করোনা সংক্রমণে লাগাম টানতে ১৬টি জেলায় ২৫১টি মাইক্রো কন্টেনমেন্ট জোন (Micro Contentment Zone) তৈরি করা হয়েছে। করোনার (Corona) তৃতীয় ঢেউয়ের আশঙ্কা তৈরি হতেই আগে থেকে প্রস্তুতি নিচ্ছে রাজ্য স্বাস্থ্য দফতর।