![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Bus Service Resume:‘আমাদের রুজিরুটি এটাই, চাই বাস চলুক’, জানাচ্ছেন বাস কর্মচারী
বারাসাতে (Barassat) চাঁপাডালির মোড়ের তিতুমির কেন্দ্রীয় বাস টার্মিনাসে (Barasat Titumir Bus Terminal) আজ ব্যস্ততার ছবি। বাস ছাড়ছে, তবে তা অন্য সময়ের তুলনায় অনেকটাই কম। বাস ছাড়ছে হাতেগোনা। বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছে অনেক বাস। বাস পরিচালনার দায়িত্বে থাকা একজন জানান, “এতদিন পর রাস্তায় নামছে বাস। বেশিরভাগ ক্ষেত্রেই বাসের সার্ভিসিং ঠিক অবস্থায় নেই। গাড়ির টায়ারের সমস্যা হচ্ছে। ফলে বাস বেরলেও সংখ্যা অনেকটাই কম।“ এক বাস কর্মচারী বলেন, “আমরা চাই বাস চলুক কারণ এটাই আমাদের রুজিরুটি।“
এদিকে, আজ সকাল থেকে মৌলালি মোড়ে (Maulali Crossing) হাতে গোনা বাসের দেখা মিলছে। যে কয়েকটি বেসরকারি বাস চলছে, তা কিন্তু সরকারি নিয়ম মেনে চলছে না। কারণ রাস্তায় যাত্রীর সংখ্যার তুলনায় বাসের সংখ্যা অনেকটাই কম। এই আশঙ্কা আগে থেকেই করা হচ্ছিল। কারণ বাস সংগঠনের (Bus Organizations) তরফে জানানো হয়েছিল যে পুরনো ভাড়া তালিকা মেনে এবং ৫০ শতাংশ যাত্রী নিয়ে তাদের পক্ষে রাস্তায় বাস নামানো সম্ভব নয়।
![Sodepur News: লিটল চ্য়াম্পদের নিয়ে সোদপুরে আয়োজিত হল কিডস ড্রাম ফেস্টিভ্য়াল](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/05/2fb7e973a8d29c895ab04a6e949e2f791736100902054967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![RG Kar: 'যে কোনও আন্দোলনে,প্রতিবাদ কর্মসূচিতে ব্যক্তি আক্রমণ করা উচিত নয়',মধ্যপন্থা নিলেন শশী পাঁজা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/05/96145608d73413116f892853d4d13ab01736048421830968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Murshidabad News:TMC কর্মীর বাড়িতে বিস্ফোরণ, বোমার ভাণ্ডার। টার্গেট ছিলেন পুরসভার চেয়ারম্যান?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/05/cc5e96302211ac5b33d744a95a1f6d141736047077321968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Malda News: তৃণমূল নেতার হত্যাকাণ্ডের ৩দিন পার, এখনও অধরা মূল চক্রী।সন্ধান পেতে এবার পুরস্কার ঘোষণা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/05/2392329dc2cd280022676f996f77517a1736046766927968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Sealdah News:শিয়ালদা স্টেশন থেকে গ্রেফতার বাংলাদেশি মহিলা,দেখাতে পারেননি কোনও বৈধ পরিচয়পত্র,পাসপোর্ট](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/05/f199a9f35c02740260236040386f22d91736046396968968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)