DSO Protest at Kharagpur IIT: হাসপাতালের নাম বদলের প্রতিবাদে ডিএসও-র বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি
খড়গপুর (Kharagpur) আইআইটি-র (IIT) বাইরে ডিএসও-র (DSP) বিক্ষোভ। আইআইটি-র হাসপাতালের নাম পরিবর্তনের প্রতিবাদে বিক্ষোভ দেখায় ডিএসও। আজ সেখানে রয়েছে সমাবর্তন অনুষ্ঠান। তার আগেই বিক্ষোভ শুরু হয়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ায় বিক্ষোভকারীরা। ডিএসও-র দাবি, দীর্ঘদিন ধরেই এই হাসপাতালের নাম ডা. বিধানচন্দ্র রায়ের (Bidhan Chandra Roy) নামে হওয়ার কথা বলা হয়েছিল। উদ্বোধনের আগে হঠাৎ করে পরিবর্তন করে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukherjee) নামে করার জন্যই প্রতিবাদে নেমেছেন তাঁরা। প্রসঙ্গত, এই নাম পরিবর্তনের বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূল সহ বিভিন্ন দলও। তবে কমিটির বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে আইআইটি কর্তৃপক্ষ।

ট্রেন্ডিং
সেরা শিরোনাম
