Free Vaccine for All: অগ্রাধিকারের ভিত্তিতেই আপাতত রাজ্যে চলবে টিকাকরণ, জানালেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা
আজ থেকে দেশজুড়ে শুরু হচ্ছে বিনামূল্যে টিকাকরণ (Vaccination)। ১৮ ঊর্ধ্বদের বিনামূল্যে কোভিড (Covid) ভ্যাকসিন দেওয়া হবে। এই প্রসঙ্গে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী বলেন, ‘আমাদের ভ্যাকসিন নীতিতে কোনও পরিবর্তন হচ্ছে না। অগ্রাধিকারের ভিত্তিতেই ভ্যাকসিন দেওয়া হবে। রাজ্যের হাতে ভ্যাকসিনের যোগান নেই। প্রায়োরিটি বুককে যতক্ষণ না ভ্যাকসিন দিতে পারছি ততক্ষণ জেনারেলকে ভ্যাকসিন দিতে পারব না। এতে ভ্যাকসিনেশনে নিয়মশৃঙ্খলা ব্যাহত হবে।’ এর আগে রাজ্যের তরফে গণটিকাকরণের কথা ঘোষণা করা হয়। কিন্তু পরে স্বাস্থ্য দফতরের তরফে জানিয়ে দেওয়া হয় যে এখন এই গণটিকাকরণ রাজ্যে সম্ভব নয়। কবে তা শুরু হবে যেই বিষয়ে স্পষ্টভাবে কিছু উল্লেখ করা হয়নি।



















